বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ২১

Last Updated:

ফের বাগদাদে বোমা বিস্ফোরণ ৷ বিস্ফোরণে নিহতের সংখ্যা কমপক্ষে ২০ জন ৷ আহত হয়েছেন প্রায় ৩৫ জন মানুষ ৷

#বাগদাদ: ফের বাগদাদে বোমা বিস্ফোরণ ৷ বিস্ফোরণে নিহতের সংখ্যা কমপক্ষে ২০ জন ৷ আহত হয়েছেন প্রায় ৩৫ জন মানুষ ৷
খবর সূত্রে জানা গিয়েছে, শিয়া মুসলিম সম্প্রদায় অন্তভুর্ক্ত এলাকা খাদিমিয়াতেই বিস্ফোরণ ঘটানো হয় ৷ আত্মঘাতী বোমার সাহায্যেই এই বিস্ফোরণ হয়েছে বলে খবর রয়েছে ৷
এর আগে জুলাই মাসের ৩ তারিখ বিস্ফোরণ ঘটেছিল বাগদাদে ৷ ২৮১ জনের মৃত্যু হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনায় ৷
advertisement
ইদের কেনাকাটার সময় বিস্ফোরক বোঝাই একটি ট্রাক উড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। ২০০৭-এর পর থেকে যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের সবচেয়ে ভয়াবহ জঙ্গি নাশকতা বলে দাবি সেদেশের প্রশাসনের।
advertisement
হামলার দু'দিন পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই দু'শোর বেশি দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকগুলি দেহ রয়েছে বলে আশঙ্কা। আগুনে ঝলসে গিয়েছে বেশিরভাগ দেহই। তাই ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের সনাক্ত করা সম্ভব নয়।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে জনরোষের মুখে পড়েছিল ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কনভয়। এবার রাজধানী শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন আম ইরাকিরা। সেই জনরোষের আঁচ পেয়েই শহরজুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করার আশ্বাস দিয়েছে সেদেশের ইন্টিরিয়র মিনিস্ট্রি।
advertisement
তবে কিছুদিন আগেই আইএসের হাত থেকে ফালুজা পুনর্দখল করেছে ইরাকি সেনা। তা সত্ত্বেও কেন রোখা যাচ্ছে না আইএসকে? কেন বারে বারে জঙ্গিদের হাতে রক্তাক্ত হচ্ছে বাগদাদ? আত্মীয়-পরিজনদের দেহের পাশাপাশি এই প্রশ্নগুলিরও উত্তর খুঁজছেন বহু ইরাকি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ২১
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement