#ঢাকা: বিশ্ব জুড়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস ৷ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’— গানটি এখনও সব বাঙালির হৃদয়ের সঙ্গে জুড়ে ৷ এই গানটি এবছর ভাষাদিবসে এক অনন্য নজির সৃষ্টি করল ৷ ১৭টি দেশের শিক্ষার্থীরা একসঙ্গে গেয়েছেন সেই গান ৷
ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে এই গানের ভিডিও ৷ রীতিমতো ভাইরাল এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজের মতো বেশ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে এই ২১ ফেব্রুয়ারি গান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।