Titan Tourist Submersible: যেতে চাননি গভীর সমুদ্রে, ভয়ে সিঁটিয়ে ছিলেন! অনিচ্ছায় টাইটান বসেই শেষ ১৯-এর যুবক, শুনে চোখে জল আসবে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Titan Tourist Submersible: শুরু থেকেই এই অভিযানে যেতে চাননি সুলেমান। বহু বছর আগে সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার কথা ভেবেই যেন আতঙ্কিত হয়ে পড়েছিলেন ১৯-এর যুবক।
টাইটানিকের মতোই সলিলসমাধি পেল টাইটান। অতলান্তিকের অতলে চিরকালের মতো হারিয়ে গেল ডুবোযান। অকালে শেষ পাঁচ তরতাজা প্রাণ। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। একটি বার নিজের মনের কথা শুনলেই হয়তো আজ বেঁচে থাকতেন ১৯-এর সুলেমান দাউদ। পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদের পুত্র।
শুরু থেকেই এই অভিযানে যেতে চাননি সুলেমান। বহু বছর আগে সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার কথা ভেবেই যেন আতঙ্কিত হয়ে পড়েছিলেন ১৯-এর যুবক। কিন্তু পিতৃদিবসে বাবার ইচ্ছাপূরণ করতেই তাঁর সঙ্গে ২২ ফুটের সেই ডুবোযানে চেপে বসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তাঁর পিসি, শাহজাদার বোন আজমেহ দাউদ।
advertisement
ভাই এবং ভাইপোর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন আজমেহ। তিনি বলেন, “সুলেমানের কথা ভাবছি। ছেলেটার বয়স মাত্র ১৯। ওই সাবমেরিনে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য কত কষ্টই হয়ত করেছে। ভেবেই শরীর অবশ হয়ে আসছে।”
advertisement
আরও পড়ুন : অতল অতলান্তিকে টাইটানিকের ৫০০ মিটার দূরে ৫ যাত্রীকে নিয়ে নিথর ‘টাইটান’! কেন ধ্বংস হল এই ডুবোজাহাজ, জানুন
advertisement
বিগত কয়েক দিন টেলিভিশের পর্দা থেকে চোখ সরাননি আজমেহ। সমুদ্রের খোঁজে যখন টাইটানের খোঁজ চলছে, তখন কাছের মানুষদের ফিরে আসার অপেক্ষায় বসে থেকেছেন তিনি। কিন্তু শাহজাদা এবং সুলেমানের আর বাড়ি ফেরা হয়নি। সমুদ্রের অতলে চিরনিদ্রায় তাঁরা।
advertisement
আজমেহ জানান, শৈশব থেকেই ‘টাইটানিক’ নিয়ে তুমুল আগ্রহ ছিল ভাই শাহজাদার। সেই জাহাজ নিয়ে বিভিন্ন তথ্যচিত্র দেখতেন তিনি। টাইটানিকের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে আনা বিভিন্ন জিনিস দেখতে যেতেন মিউজিয়ামে। তাই তাঁর এই অভিযানের পরিকল্পনা শুনে বিশেষ অবাক হননি আজমেহ। কিন্তু কাছের মানুষেরা যে আর ফিরবেন না, তা ভাবতে পারেননি তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 10:31 AM IST