হোম /খবর /বিদেশ /
ভিডিও গেমস খেলে ১২ কোটি টাকার পুরস্কার জিতল ১৬ বছরের যুবক

ভিডিও গেমস খেলে ১২ কোটি টাকার পুরস্কার জিতল ১৬ বছরের যুবক

কায়লি নামে ১৬ বছরের এই যুবককে আথার্র অ্যাশ স্টেডিয়াম নিউইয়র্কে এই প্রাইজ দেওয়া হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

    #নিউইয়র্ক: আমেরিকার ১৬ বছরের এক যুবক কম্পিউটারে গেম খেলে দুই কোটি টাকার পুরস্কার জিতে রেকর্ড গড়লেন ৷ কায়লি নামে ১৬ বছরের এই যুবককে আথার্র অ্যাশ স্টেডিয়াম নিউইয়র্কে এই প্রাইজ দেওয়া হয়েছে ৷

    এই স্টেডিয়ামে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে ৷ দ্বিতীয় স্থানে থাকা জের্ডন অ্যাশম্যান পেয়েছে প্রায় দেড় কোটি টাকার পুরস্কার ৷

    ফাইনাল রাউন্ডে প্রায় ১০০ জন এই খেলায় ভাগ নিয়েছিল ৷ ১০ সপ্তাহ ধরে চলা এই প্রতিযোগিতায় ৩০ দেশের ৪ কোটি খেলোয়াড় কোয়ালিফায়িং রাউন্ডে অংশগ্রহণ করেছিল ৷

    প্রথমবার হওয়া এই প্রতিযোগিতায় খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা ৷

    First published:

    Tags: Video Game, Youth Won 2 Crore Rupees