US Election Result: ৫ মহিলা সহ ১২ জন ভারতীয় বংশোদ্ভূত জয়ী হয়েছেন স্টেট ইলেকশনে

Last Updated:

এখনও পর্যন্ত স্টেট ইলেকশনে ভারতীয় বংশোদ্ভূত ১২ জন প্রার্থী জিতেছেন। এই ১২ জনের মধ্যে ৫জন মহিলা রয়েছেন ৷

#ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা এখনও চলছে ৷ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সংখ্যাগরিষ্ঠ সংখ্যার বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছেন ৷ রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি স্টেট ইলেকশনও চলছে ৷ এখনও পর্যন্ত স্টেট ইলেকশনে ভারতীয় বংশোদ্ভূত ১২ জন প্রার্থী জিতেছেন। এই ১২ জনের মধ্যে ৫জন মহিলা রয়েছেন ৷ অন্যদিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৪জন ভারতীয় বংশোদ্ভূত ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন ৷
ভারতীয় বংশোদ্ভূত নীরজ আতানি যিনি রিপাবলিকান প্রার্থী, নির্বাচিত হয়ে যাচ্ছেন ওহায়ো সেনেটে।২০১৪ সালে মাত্র ২৩ বছর বয়সেই ওহায়ো-র হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন নীরজ। নির্বাচনে ফলাফলের পাল্লা এখনও জো বাইডেনের দিকে ঝুঁকে রয়েছে ৷ তারই মাঝে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ফোগেলকে হারিয়ে ওহায়োর সেনেটর পদে নির্বাচিত হলেন নীরজ। মাত্র ২৩ বছর বয়সেই ওহায়ো-র হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন নীরজ।
advertisement
নীরজের পাশাপাশি নর্থ ক্যারোলিনা স্টেট সেনেট থেকে দ্বিতীয়বার জয় চৌধুরি, অ্যারিজোনা স্টেট সেনেট থেকে ওমিশা শাহ, পেনসিলভানিয়া থেকে নিখিল সওয়াল, মিশিগান থেকে রাজীব পুরী, নিউইর্য়ক থেকে জর্মা কোনে, ক্যালিফোর্নিয়া থেকে এস কালরা ও টেক্সাস থেকে রবি সন্দিল জয়ী হাসিল করেছেন ৷
advertisement
কোন কোন মহিলা জয় হাসিল করেছেন-
পদ্মা কুপ্পা (মিশিগান স্টেট হাউস)- ডেমোক্র্যাট পার্টির স্টেট হাউসের জন্য নির্বাচিত হয়েছেন ৷ এই পদের জন্য পদ্মা প্রথম হিন্দু প্রবাসী নির্বাচিত হয়েছেন ৷ তাঁকে মিশিগানে অ্যাসিস্টেন্ট উইপ হিসেবেও নমিনেট করা হয়েছে ৷
advertisement
জেনিফার রাজকুমার ( নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলি)- ইন্ডিয়ান আমেরিকান জেনিফার রাজকুমার নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলির জন্য নির্বাচিত প্রথম সাউথ এশিয়ান মহিলা ৷ তিনি বেশ দীর্ঘ সময় সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷
কেশা রাম (বর্মান্ট স্টেট সেনেট) - তিনি একজন ইন্ডিয়ান আমেরিকান
রাজনীতিবিদ হিসেবে পরিচিত ৷
নিমা কুলকার্নি- (কেন্টাকি স্টেট হাউস)- মিশিগান অ্যাসেম্বলি নির্বাচনে জয় হাসিল করেছেন ৷ তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন ৷ ডেমোক্র্যাট প্রার্থী ইমিগ্রেশন অ্যার্টোনি হিসেবে কাজ করেন ৷
advertisement
বন্দনা স্লেটর- (ওয়াশিংটন স্টেট হাউস) শিখ সম্প্রদায়ের কাছে বন্দনা ও তাঁর পরিবার বেশ জনপ্রিয় ৷ বন্দনার বাবা একজন চিকিৎসক এবং তিনি নিজেও ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election Result: ৫ মহিলা সহ ১২ জন ভারতীয় বংশোদ্ভূত জয়ী হয়েছেন স্টেট ইলেকশনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement