Banana of 1 Crore: কী কাণ্ড! খিদের চোটে ১ কোটি টাকায় ‘১টি কলা’ খেয়ে দেওয়ালে খোসা আটকে রাখলেন ছাত্র

Last Updated:

Banana of 1 Crore: ভক্ষণেই ইতি নয়৷ এর পর তিনি কলার খোসাটি ওই দেওয়ালেই ডাক্ট টেপ দিয়ে আটকে রাখেন

আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন
আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন
সিওল : খিদে পেলে মাথার ঠিক থাকে না কারওরই৷ খাবারের অভাবে বহু জায়গাতেই কাঁচা খাবার খেয়ে, কুখাদ্য খেয়ে জীবনধারণের উদাহরণ আছে৷ তবে সিওলে এক ছাত্র যা করলেন, তা নজিরবিহীনই বটে৷ দেওয়ালে বহুমূল্য শিল্পকলার অংশ হিসেবে টাঙানো ছিল আস্ত কলা৷ খিদের চোটে সেটাই খেয়ে ফেললেন তিনি৷ এই ঘটনা সিওলের লিয়াম মিউজিয়াম অব আর্ট-এর ঘটনা৷ পরে আত্মরক্ষার্থে তাঁর সাফাই, খিদে পেয়েছিল বলেই এ কাজ করেছেন৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত, বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও কাত্তেলানের তৈরি শিল্পকর্ম বা আর্ট ইলাস্ট্রেশনে ব্যবহার করা হয়েছিল কলাটি৷ ‘কমেডিয়ান’ নামে শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছিল লিয়াম মিউজিয়ামের এক প্রদর্শনীতে৷ নোহ হুন সু নামে অভিযুক্ত ওই ছাত্র ডাক্ট টেপ খুলে কলাটি খেয়ে নেন৷ তাড়াহুড়ো করে নয়, বেশ তারিয়ে তারিয়েই সেটি উপভোগ করেন তিনি৷
advertisement
advertisement
ভক্ষণেই ইতি নয়৷ এর পর তিনি কলার খোসাটি ওই দেওয়ালেই ডাক্ট টেপ দিয়ে আটকে রাখেন৷ পুরো ঘটনা তাঁর বন্ধু মোবাইলে রেকর্ড করে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়৷ শিল্পকর্মটির মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা৷ পরে জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্র জানান তিনি প্রাতরাশ করেননি৷ তাই খুব খিদে পেয়ে গিয়েছিল৷ পরে রসিকতা করে এক সাক্ষাৎকারে এও বলেছেন যে আধুনিক শিল্পকর্ম নষ্ট করাও একটা শিল্প!
advertisement
তবে এই কাণ্ডে একটু রেগে যাননি খোদ শিল্পী কাত্তেলান৷ বরং জানিয়েছেন এটা কোনও গুরুতর বিষয় নয়৷ কারণ মিউজিয়ামের কিউরেটর প্রতি দু’দিন অন্তর এমনিতেই দেওয়ালে টাঙানো কলা পরিবর্তন করছিলেন৷ শিল্পীর কমেডিয়ান শিল্প কর্ম থেকে কলা খোয়া যাওয়া প্রথম নয়৷ এর আগেও এই ঘটনা ঘটেছে৷ ২০১৯ সালে শিল্পী ডেভিড ডাটুনা এই ব্যানানা আর্ট ওয়ার্ক বিক্রি হয়ে যাওয়ার পর কলাটি খেয়ে নিয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Banana of 1 Crore: কী কাণ্ড! খিদের চোটে ১ কোটি টাকায় ‘১টি কলা’ খেয়ে দেওয়ালে খোসা আটকে রাখলেন ছাত্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement