India-China Border Violence| 'কেন প্রধানমন্ত্রী চুপ? কেন উনি লুকোতে চাইছেন?' চিন নিয়ে মোদিকে নিশানা রাহুলের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
টুইটারে রাহুল লিখেছেন, 'যথেষ্ট হয়েছে৷ সীমান্তে কী হয়েছে, আমাদের জানতেই হবে৷ আমাদের সেনা জওয়ানদের হত্যা করার স্পর্ধা হয় কী করে চিনের? কোন স্পর্ধায় আমাদের জমি নিয়ে নেয় চিন? প্রধানমন্ত্রী চুপ কেন? কেন লুকোচ্ছেন?'
#নয়াদিল্লি: লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে ভারত ও চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ৷ আরও ৪ জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক৷ ভারত-চিন সীমান্ত সংঘর্ষ ও ২০ জন জওয়ান শহিদের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে লিখলেন, 'কেন প্রধানমন্ত্রী চুপ? কেন উনি লুকোতে চাইছেন?'
Why is the PM silent? Why is he hiding?
Enough is enough. We need to know what has happened. How dare China kill our soldiers? How dare they take our land? — Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
টুইটারে রাহুল লিখেছেন, 'যথেষ্ট হয়েছে৷ সীমান্তে কী হয়েছে, আমাদের জানতেই হবে৷ আমাদের সেনা জওয়ানদের হত্যা করার স্পর্ধা হয় কী করে চিনের? কোন স্পর্ধায় আমাদের জমি নিয়ে নেয় চিন? প্রধানমন্ত্রী চুপ কেন? কেন লুকোচ্ছেন?'
advertisement
advertisement
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। রাতের অন্ধকারে আট ঘণ্টারও বেশি সময় ধরে পাথর ও রড দিয়ে আক্রমণ৷ লাগাতার মারা হয কাঁটাতার জড়ানো ব্যাটন দিয়েও। চিনের পিপিলস লিবারেশন আর্মির এই অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জওয়ানের। সেনা সূত্রে জানানো হয়েছে, স্রেফ খণ্ডযুদ্ধ নয়, প্রবল ঠান্ডাতেও মৃত্যু হয়েছে অনেকের।
advertisement
Location :
First Published :
June 17, 2020 9:49 AM IST