?>
corona virus btn
corona virus btn
Loading

স্যাটেলাইট ছবিতে স্পষ্ট লাদাখে যুদ্ধ পরিস্থিতি! উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই

স্যাটেলাইট ছবিতে স্পষ্ট লাদাখে যুদ্ধ পরিস্থিতি! উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই
২২ জুনের লাদাখ সীমান্তের স্যাটেলাইট ইমেজ

ডিবিও, ফুকচে ও নিয়োমা-- এই তিন অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডই অ্যাক্টিভেট করা হয়েছে৷ সব বিমানঘাঁটির অভিমুখই চিনের দিকে৷ নৌসেনার মাল্টিটাস্কার P-8I আকাশে টহল দিচ্ছে৷

  • Share this:

#লাদাখ: চণ্ডীগড় এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার মূল্যবান কার্গো (পণ্য) নিয়ে যাচ্ছে লাদাখে৷ যাচ্ছে৷ এক ট্রিপে যার খরচ ১০ লক্ষ টাকা৷ গত এক মাস ধরে উত্তর ভারতের সব সেনা ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটি থেকে সেনা, কামান, এয়ার সার্ভেইল্যান্স র‌্যাডার, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার-- সব নিয়ে যাওয়া হচ্ছে লাদাখে৷ লাদাখে ৪৫ হাজার সেনা পৌঁছে যাচ্ছে৷ পরিস্থিতি যুদ্ধকালীন নিঃসন্দেহে৷

ডিবিও, ফুকচে ও নিয়োমা-- এই তিন অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডই অ্যাক্টিভেট করা হয়েছে৷ সব বিমানঘাঁটির অভিমুখই চিনের দিকে৷ নৌসেনার মাল্টিটাস্কার P-8I আকাশে টহল দিচ্ছে৷ নজর রাখছে চিন সেনার গতিবিধি৷ লাদাখে চিনের সঙ্গে শেয়ার করা ১ হাজার ৫৯৭ কিমি সীমান্তে ৬৫টি পয়েন্টে সেনা টহল আরও বাড়ানো হয়েছে৷

গালওয়ান ভ্যালি, দেপসাং, প্যাংগং ও উত্তর সিকিমে নাকু লায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধের মতো নির্মাণ চলছে৷ প্রায় ২ মাস হয়ে গেল, সীমান্তে ভারত-চিন মুখোমুখি৷ একাধিক আলোচনার পরেও কোনও সমাধান হয়নি সমস্যার৷ বরং উত্তেজনা আরও বাড়ছে৷

চিন সেনাও ট্যাঙ্ক, মিসাইল ইউনিট, যুদ্ধ বিমান জড়ো করছে সীমান্তে৷ স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ভারতের দিকে পরিকাঠামো তৈরি করছে চিন সেনা৷ প্যাংগঙে ফিঙ্গার ফোরের কাছে একটি হেলিপ্যাডও তৈরি হয়েছে৷

চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রির কথায়, 'প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে নির্মাণ বন্ধ করতেই হবে চিনকে৷ না হলে মিলিটারি স্ট্যান্ডঅফ চলতেই থাকবে৷ কোনও সমাধান হবে না৷'

Shreya Dhoundial

Published by: Arindam Gupta
First published: June 27, 2020, 12:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर