'আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে', ভারত-চিন-রাশিয়ার বৈঠকে সরব বিদেশমন্ত্রী

Last Updated:

জয়শঙ্কর মনে করিয়ে দেন, শুধুমাত্র বিধি এবং নিয়ম তৈরি করলেই হবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে তা মেনেও চলতে হবে৷

#নয়াদিল্লি: সীমান্তে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনার আবহেই ফের একবার মুখোমুখি হলেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী৷ এ দিন ভারত-চিন-রাশিয়ার ত্রিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক চুক্তিকে সম্মান জানানোর পক্ষে সওয়াল করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
চিনের নাম না নিয়েই এ'দিন ভারতের বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের অগ্রণী দেশগুলিরই আন্তর্জাতিক আইনকে এবং সহযোগী দেশগুলির স্বার্থকে স্বীকৃতি দিয়ে সম্মান জানানোর ক্ষেত্রে উদাহরণ তৈরি করতে হবে৷ এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চগুলিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বৃদ্ধি করার পক্ষেও সওয়াল করেন জয়শঙ্কর৷
রাশিয়া, ভারত এবং চিনের মধ্যে এই বিশেষ বৈঠক আন্তর্জাতিক সম্পর্কের উপরে ভারতের বিশ্বাস রাখার নীতিকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী৷
advertisement
advertisement
জয়শঙ্কর মনে করিয়ে দেন, শুধুমাত্র বিধি এবং নিয়ম তৈরি করলেই হবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে তা মেনেও চলতে হবে৷ এ'দিন ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো, সঙ্গী দেশগুলির বৈধ স্বার্থকে স্বীকৃতি দেওয়া, জোটবদ্ধ হয়ে এগনো এবং সবপক্ষেরই যাতে ভাল হয়, এমন পদক্ষেপকে সমর্থন করলেই গোটা বিশ্বে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে৷'
advertisement
গত ১৫ জুন লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়৷ যা গত ৪৫ বছরে ভারত- চিন সীমান্তে প্রথম প্রাণহানির ঘটনা৷ এর আগে গত ১৭ জুন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ফোনে কথা বলার সময় চিনা বাহিনীর হামলাকে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে', ভারত-চিন-রাশিয়ার বৈঠকে সরব বিদেশমন্ত্রী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement