#News18ChinaSentimeter | জিনপিংয়ের চেয়ে ট্রাম্পকে বেশি সমর্থন, চিনকে ‘বয়কট’ করারই পক্ষে দেশের মানুষ

Last Updated:

News18, Moneycontrol, Firstpost, CNBC-TV18-এর ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারদিন ধরে সমীক্ষা চালিয়ে যা ফলাফল এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষই চিন বিরোধী মতামত প্রকাশ করেছেন ৷

#কলকাতা: চিন এবং ভারত ৷ দু’দেশের মধ্য সীমান্তে উত্তেজনা বাড়ছে ৷ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মুখোমুখি দু’দেশের সেনা। এই অবস্থায় চিন সম্পর্কে এ দেশের মানুষের কী ধারণা, তা জানতে চেয়ে News18 Network-এর পক্ষ থেকে ইংরেজি, হিন্দি-সহ অন্যান্য আঞ্চলিক ভাষাতেও একটি পোল তৈরি করা হয়েছিল ৷ গত চার দিন ধরে ১৬টি ওয়েবসাইট এবং ১৩টি ভাষায় এই জনমত নেওয়া হয় ৷ সেই ফল এখন সবার সামনে ৷ News18, Moneycontrol, Firstpost, CNBC-TV18-এর ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারদিন ধরে সমীক্ষা চালিয়ে যা ফলাফল এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষই চিন বিরোধী মতামত প্রকাশ করেছেন ৷ ট্রাম্প (৯২ শতাংশ) এবং জিনপিং (৮ শতাংশ)-এর মধ্যে একজনকে বাছতে বললে এখনও ট্রাম্পের দিকেই সমর্থন বেশি ভারতীয়দের ৷ মালেয়ালি, উর্দু, মারাঠি এবং ওড়িয়া ভাষার মানুষদের মধ্যে আবার ট্রাম্পের সমর্থন আরও বেশি, প্রায় ৯৮ শতাংশ ৷
বিশ্বের শক্তি হিসেবে চিনকে নিয়ে ভারতের স্টান্স কী হওয়া উচিৎ ? সেই প্রশ্নের উত্তরে অধিকাংশ ভারতীয়ই মনে করেন, চিনের বিরুদ্ধেই থাকা ভাল ভারতের ৷ আবার ৫১ শতাংশ তামিল ও ৫২ শতাংশ পঞ্জাবি মনে করেন ভারতের কোনও পক্ষকেই সমর্থন করা উচিৎ নয় ৷ চিন বিশ্বাস করার মতো দেশ নয় ৷ সে ব্যাপারে ৯৪ শতাংশ ভারতীয় একমত ৷ ৯১ শতাংশ মানুষ মনে করেন ভারতীয়দের চিনা পণ্য এবং অন্যান্য চিনা সার্ভিসগুলি যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিৎ ৷ এ ব্যাপারে সবার চেয়ে এগিয়ে মারাঠি (৯৭ শতাংশ)-রা ৷ পিছিয়ে নেই পঞ্জাবিরাও ৷ ৭৬ শতাংশ পঞ্জাবিরা মনে করেন চিনের জিনিস আর না ব্যবহার করাই ভাল ৷ মাত্র ৪ শতাংশ মানুষই এখনও চিনের জিনিস ব্যবহার করার পক্ষে ৷ কারণ অধিকাংশ জিনিসই বেশ সস্তায় পাওয়া যায় ৷
advertisement
advertisement
প্রায় গোটা দেশ একটা বিষয়ে একমত ৷ সেটা হল পাকিস্তানের অনেক বড় সমর্থক চিন ৷ তাই ওই দেশ কখনও ভারতের বন্ধু দেশ হতে পারে না ৷  এর পাশাপাশি করোনা নিয়ে চিন সত্য গোপন করেছে ৷ এ বিষয়ও অধিকাংশ ভারতবাসীই একমত ৷ ভারতের ৬১ শতাংশ মানুষ চিনকে শত্রু দেশ হিসেবেই মনে করেন বলে জনমত সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
#News18ChinaSentimeter | জিনপিংয়ের চেয়ে ট্রাম্পকে বেশি সমর্থন, চিনকে ‘বয়কট’ করারই পক্ষে দেশের মানুষ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement