চিন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ! মৃত্যু কর্নেল-সহ দুই ভারতীয় সেনার

Last Updated:

সেনার তরফে এদিনের বিবৃতিতে বলা হয়, গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল। তাঁর মধ্যেই এই ঘটনা ঘটে যায়।

#নয়াদিল্লি: বারবারই সামনে আসছিল সীমান্ত নিয়ে চিনের সঙ্গে স্নায়ুযুদ্ধের বিষয়টি। এবার আর স্নায়ুযুদ্ধ নয়, সরাসরি সংঘর্ষ। এমনই তথ্য প্রকাশ করল ভারতীয় সেনা। সেনার বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সোমবার লাদাখে ভারত চিনের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই সেনা জওয়ান এবং এক সেনা কর্নেলের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়ছে, সোমবার রাতেও মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভারত ও চিন সেনার। সেনার তরফে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই নিয়েই আলোচনা হচ্ছে। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ দ্যা আর্মি স্টাফ বিপিন রাওয়াত।
সেনার তরফে এদিনের বিবৃতিতে বলা হয়, গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল। তাঁর মধ্যেই এই ঘটনা ঘটে যায়।
advertisement
advertisement
এপ্রিল মাস থেকেই স্নায়ুযুদ্ধ চলছে লাদাখ সীমান্তে। ভারত-চিন দু'পক্ষই দফায় দফায় সেনা মজুত করে সীমান্তে। চলতে থাকে পেট্রোলিং। প্যাংগং অঞ্চলে একদফা রক্তক্ষয়ী সংঘর্ষ চলে দিন কয়েক আগে। তবে কোনও মৃত্যুর খবর আসেনি।সব দিক বিচার করে দেখলে ১৯৭৫ সালের পরে এই প্রথম চিনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনার মৃ্ত্যু হল।
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ! মৃত্যু কর্নেল-সহ দুই ভারতীয় সেনার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement