#তেলেঙ্গানা: ছেলেকে হারিয়েছেন৷ কিন্তু সেই যন্ত্রণাকে বুকে চেপে রেখেই দেশের জন্য ছেলের বলিদানে গর্বিত মা৷ লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুর মা জানিয়েছেন, 'আমি ওর বলিদানে গর্বিত৷ কিন্তু ও আমার একমাত্র ছেলে, তাই ওর মৃত্যু আমার কাছে খুব বেদনাদায়ক৷'
বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু তেলেঙ্গানার সূর্যপেট জেলার বাসিন্দা ছিলেন৷ গত দেড় বছর ধরে তিনি লাদাখে কর্মরত ছিলেন৷ সেনা সূত্রে খবর, লাদাখের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে আরও দুই ভারতীয় জওয়ানের সঙ্গে প্রাণ হারান সন্তোষ বাবু৷ ভারতের পাল্টা হামলায় চিনেরও পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস৷
শহিদ কর্নেল সন্তোষ বাবুর পরিবারে বাবা- মা ছাড়াও স্ত্রী, এক ছেলে এবং মেয়ে রয়েছেন৷ হায়দ্রাবাদের সৈনিক স্কুল থেকে এনডিএ-তে নির্বাচিত হয়েছিলেন সন্তোষ বাবু৷
সোমবার লাদাখে কী ধরনের সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সূত্রের খবর, দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি৷ ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতেও চিনের বিরুদ্ধে একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় স্থিতাবস্থা বদলের চেষ্টার অভিযোগ করা হয়েছে৷ সেনাবাহিনীর তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ''গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীনই দু' তরফে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়৷ ভারতের দিকে একজন অফিসার এবং দু' জন সেনার মৃত্যু হয়েছে৷ দু' পক্ষের সিনিয়র সেনা আধিকারিকরা উত্তেজনা কমাতে বৈঠক করছেন৷'
Inputs: PV Ramana
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India-China Tension, Ladakh, Narendra Modi