'ছেলের বলিদানে গর্বিত', বুকের যন্ত্রণা চেপে রেখেই বললেন শহিদ কর্নেলের মা

Last Updated:

বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু তেলেঙ্গানার সূর্যপেট জেলার বাসিন্দা ছিলেন৷

#তেলেঙ্গানা: ছেলেকে হারিয়েছেন৷ কিন্তু সেই যন্ত্রণাকে বুকে চেপে রেখেই দেশের জন্য ছেলের বলিদানে গর্বিত মা৷ লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুর মা জানিয়েছেন, 'আমি ওর বলিদানে গর্বিত৷ কিন্তু ও আমার একমাত্র ছেলে, তাই ওর মৃত্যু আমার কাছে খুব বেদনাদায়ক৷'
বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু তেলেঙ্গানার সূর্যপেট জেলার বাসিন্দা ছিলেন৷ গত দেড় বছর ধরে তিনি লাদাখে কর্মরত ছিলেন৷ সেনা সূত্রে খবর, লাদাখের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে আরও দুই ভারতীয় জওয়ানের সঙ্গে প্রাণ হারান সন্তোষ বাবু৷ ভারতের পাল্টা হামলায় চিনেরও পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস৷
advertisement
শহিদ কর্নেল সন্তোষ বাবুর পরিবারে বাবা- মা ছাড়াও স্ত্রী, এক ছেলে এবং মেয়ে রয়েছেন৷ হায়দ্রাবাদের সৈনিক স্কুল থেকে এনডিএ-তে নির্বাচিত হয়েছিলেন সন্তোষ বাবু৷
advertisement
সোমবার লাদাখে কী ধরনের সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সূত্রের খবর, দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি৷ ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতেও চিনের বিরুদ্ধে একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় স্থিতাবস্থা বদলের চেষ্টার অভিযোগ করা হয়েছে৷ সেনাবাহিনীর তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ''গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীনই দু' তরফে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়৷ ভারতের দিকে একজন অফিসার এবং দু' জন সেনার মৃত্যু হয়েছে৷ দু' পক্ষের সিনিয়র সেনা আধিকারিকরা উত্তেজনা কমাতে বৈঠক করছেন৷'
advertisement
Inputs: PV Ramana
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'ছেলের বলিদানে গর্বিত', বুকের যন্ত্রণা চেপে রেখেই বললেন শহিদ কর্নেলের মা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement