রাজ্যের দুই শহিদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য, সঙ্গে সরকারি চাকরি, ঘোষণা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লাদাখের সংঘর্ষের ঘটনায় চিনের সেনাবাহিনীর হামলায় কুড়ি জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে রয়েছেন এ রাজ্যের বাসিন্দা দুই জওয়ান৷
লাদাখের সংঘর্ষের ঘটনায় চিনের সেনাবাহিনীর হামলায় কুড়ি জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে রয়েছেন এ রাজ্যের বাসিন্দা দুই জওয়ান৷ তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা বিপুল রায়৷
My heartfelt condolences to the families of the brave men martyred at #GalwanValley. I'm at pain to say that two of them belonged to West Bengal— Sepoy Rajesh Orang (Vill Belgoria, PS Md Bazar, Birbhum) & Bipul Roy on General Duty (Vill Bindipara, PS Samuktala, Alipurduar) (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020
advertisement
advertisement
Nothing can compensate for the supreme sacrifice made by them for the nation or the bereaved families' loss. We stand by the next of the sons of our soil in this difficult time. To this regard, we'll provide ₹5 lakh & a GoWB job to one member in the deceased's family. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020
advertisement
মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, 'গালওয়ান উপত্যকায় বীর শহিদদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই৷ অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, তাঁদের মধ্যে দু' জন পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়৷ দেশের জন্য তাঁরা যে চূড়ান্ত বলিদান দিয়েছেন বা শোকস্তব্ধ পরিবারগুলির যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়৷ কিন্তু এই কঠিন সময়ে আমরা আমাদের ভূমিপূত্রদের প্রিয়জনদের পাশে আছি৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের পরিবারের একজনকে চাকরি এবং পাঁচ লক্ষ টাকা করে দেব৷'
Location :
First Published :
June 17, 2020 4:53 PM IST