লাদাখ সীমান্তে চরম উত্তেজনা, ফের বাতিল শ্রমিক স্পেশাল ট্রেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
১৬০০ পরিযায়ী শ্রমিক নিয়ে একটি ট্রেন ঝাড়খণ্ডের দুমকা থেকে লেহ-তে পৌঁছনোর কথা ছিল । মঙ্গলবার সেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ।
#লেহ: সীমান্তে উত্তেজনার জেরে বাতিল শ্রমিক স্পেশ্যাল ট্রেন । ১৬০০ পরিযায়ী শ্রমিক নিয়ে একটি ট্রেন ঝাড়খণ্ডের দুমকা থেকে লেহ-তে পৌঁছনোর কথা ছিল । মঙ্গলবার সেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে । ট্রেনটি মঙ্গলবার বেলা দু'টো নাগাদ দুমকা থেকে ছেড়ে জম্মু পৌঁছনোর কথা ছিল । সেখান থেকে সড়ক পথে বর্ডার রোডস অর্গানাইজেশন তাঁদের লেহ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল ।
জানা গিয়েছে , সীমান্তবর্তী এলাকায় রাস্তা তৈরি এবং মেরামতির জন্য ঝাড়খণ্ডের শ্রমিকদের লেহ-তে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে এটাই প্রথমবার নয় । আগেও একবার শ্রমিক স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয় । ১৩ জুন প্রায় সমসংখ্যক পরিযায়ী শ্রমিকদের নিয়ে আরও একটি ট্রেন লেহ-তে পৌঁছনোর কথা ছিল, সেই বিষয়ে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বর্ডার রোডস অর্গানাইজেশনের সঙ্গে চুক্তিও স্বাক্ষর হয়ে গিয়েছিল । কিন্তু নির্দিষ্ট কিছু কারণ বশত সেটিও বাতিল ঘোষণা করা হয় ।
advertisement
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় আমরা বর্ডার রোডস অর্গানাইজেশনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম । তারপরেই শ্রমিকদের না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" এদিকে, দুমকার ডেপুটি কমিশনার রাজেশ্বরী বি বলেন, "শ্রমিকদের সুরক্ষার কথা ভেবেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । "
advertisement
Location :
First Published :
June 17, 2020 8:40 AM IST