হোম /খবর /ভারত-চিন /
ভারত-চিন উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক, মুখোমুখি দুই প্রতিরক্ষা মন্ত্রী

ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে মহা গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনাথ সিংয়ের মুখোমুখি চিনের প্রতিরক্ষামন্ত্রী

ভারত ও চিনা সীমান্তে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে৷

  • Last Updated :
  • Share this:
#নয়াদিল্লি :

#নয়াদিল্লি :  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মস্কোয় বৈঠক করলেন৷ এটা একটা ৩দিনের ইভেন্ট৷ চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এই বৈঠক করার জন্য আবেদন করেছিলেন ৷ Shanghai Cooperation Organisation- এর মিট ছিল রাশিয়ার মস্কোয়৷ ২ পক্ষের এই মহা গুরুত্বপূর্ণ বৈঠক ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছে৷ এমনটাই জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক৷

ভারত ও চিন সীমান্তে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে মে মাস থেকে এই ধরনের পরিস্থিতি বহাল রয়েছে৷ জুন মাসে গালওয়ান উপত্যকায় ২ দেশের সেনাবাহিনীর সংর্ঘষের জেরে  মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। সংঘর্ষে ৪০ জন চিনা সৈনিক নিহত হন৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মস্কোয় বৈঠক করলেন৷ এটা একটা ৩দিনের ইভেন্ট৷ চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এই বৈঠক করার জন্য আবেদন করেছিলেন ৷ Shanghai Cooperation Organisation- এর মিট ছিল রাশিয়ার মস্কোয়৷
ভারত ও চিন সীমান্তে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে মে মাস থেকে এই ধরনের পরিস্থিতি বহাল রয়েছে৷ জুন মাসে গালওয়ান উপত্যকায় ২ দেশের সেনাবাহিনীর সংর্ঘষের জেরে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। সংঘর্ষে ৪০ জন চিনা সৈনিক নিহত হন৷টেনশন তৈরি হয়েছে ভারত ও চিনের সংঘর্ষের পরবর্তী পর্যায়ে৷ চিনা সেনাবাহিনী প্যাংগং লেক এলাকার সাউথ ব্যাঙ্কে শনিবার ও সোমবার অন্যায্য জায়গা দখল করতে আসায় পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়৷ অন্যায্যভাবে এই এলাকা দখলের লড়াই ভারত সমস্তরকমভাবে প্রতিহত করবে, এই বার্তা দেওয়া হয়েছিল তখনই৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর কোনওরকম অনুপ্রবেশের সুযোগ দেবে না ভারত- তা পরিষ্কার করে দেয় ভারত সরকার৷এই মুহূর্তে একাধিক স্ট্র্যাটেজিক পজিশনের দখল নিয়েছে ভারত৷ চিনা আক্রমণ সবভাবে প্রতিহত করার জন্য ভারত সেনা বৃদ্ধি করেছে, পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র ও খাদ্য মজুদ করাও হয়েছে৷ এই মুহূর্তে ভারত ও চিন দুই দেশই কূটনৈতিক আলোচনা ও সামরিক আলোচনার মধ্যে দিয়ে সীমান্ত উত্তেজনা কমাতে আগ্রহী৷সীমান্ত উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার, রাশিয়ায় ভারতের অ্যাম্বাসাডর ডিবি ভেঙ্কটেশ ভর্মা ৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চলা সীমান্ত পরিস্থিতির সমাধানসূত্র খোঁজা হবে এই বৈঠকে৷

টেনশন তৈরি হয়েছে ভারত ও চিনের সংঘর্ষের পরবর্তী পর্যায়ে৷ চিনা সেনাবাহিনী প্যাংগং লেক এলাকার সাউথ ব্যাঙ্কে শনিবার ও সোমবার অন্যায্য জায়গা দখল করতে আসায় পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়৷ অন্যায্যভাবে এই এলাকা দখলের লড়াই ভারত সমস্তরকমভাবে প্রতিহত করবে, এই বার্তা দেওয়া হয়েছিল তখনই৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর কোনওরকম অনুপ্রবেশের সুযোগ দেবে না ভারত- তা পরিষ্কার করে দেয় ভারত সরকার৷

এই মুহূর্তে একাধিক স্ট্র্যাটেজিক পজিশনের দখল নিয়েছে ভারত৷ চিনা আক্রমণ সবভাবে প্রতিহত করার জন্য ভারত সেনা বৃদ্ধি করেছে,  পাশাপাশি সীমান্ত এলাকায় অস্ত্র ও খাদ্য মজুদ করাও হয়েছে৷ এই মুহূর্তে ভারত ও চিন দুই দেশই কূটনৈতিক আলোচনা ও সামরিক আলোচনার মধ্যে দিয়ে সীমান্ত উত্তেজনা কমাতে আগ্রহী৷

সীমান্ত উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার, রাশিয়ায় ভারতের অ্যাম্বাসাডর ডিবি ভেঙ্কটেশ ভর্মা ৷ সূত্রের খবর,  দীর্ঘদিন ধরে চলা সীমান্ত পরিস্থিতির সমাধানসূত্র খোঁজা হবে এই বৈঠকে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Defence Minister, Rajnath Singh