চিনের চোখরাঙানিকে উপেক্ষা, লাদাখে সেতুর কাজ শেষ করল সেনা

Last Updated:

ভারত চিন সীমান্ত বিবাদের অন্যতম প্রধান কারণই ভারতীয় সেনার তরফে এই সেতুর নির্মাণ কাজ৷

#লাদাখ: চিনের প্রবল আপত্তি, চোখরাঙানিকে উপেক্ষা করেই পূ্র্ব লাদাখে গালওয়ান নদীর উপরে ৬০ মিটার লম্বা সেতুর কাজ শেষ করল ভারত৷ বৃহস্পতিবারই এই সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে৷ গত কয়েক দিন ধরে গালওয়ানে ভারত চিন সীমান্তে প্রবল উত্তেজনার মধ্যেও এই সেতুর কাজ থামায়নি ভারত৷ বলা ভাল ভারত চিন সীমান্ত বিবাদের অন্যতম প্রধান কারণই এই সেতুর নির্মাণ কাজ৷ এই সেতুর কাজ শেষ হওয়ায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে নিজেদের পরিকাঠামো আরও শক্তিশালী করে নিল ভারতীয় সেনা৷ আর তা নিয়েই চিনের যত আপত্তি৷
সেনার শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়া হিমশীতল গালওয়ান নদী পার হওয়া ভারতীয় সেনা এবং সামরিক যানবাহনের পক্ষে অনেক সহজ হবে৷ পাশাপাশি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত ২৫৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার উপরেও নজরদারি চালানো সহজ হবে ভারতীয় সেনার পক্ষে৷
এই সেতুর কাজ শেষ করার জন্য গত কয়েকদিন ধরে ভারতীয় সেনার উপরে চাপ দিয়ে গিয়েছে চিনা সেনা৷ কিন্তু সেই আপত্তিকে আমল না দিয়েই কাজ শেষ করেছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা৷
advertisement
advertisement
লাদাখের দুর্গম ওই এলাকারয় কৌশলগত দিক দিয়ে নজরদারি এবং নিরাপত্তার জন্য ভারতীয় সেনার কাছে এই সেতুর গুরুত্ব অপরিসীম৷ শীর্ষ সেনা কর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ওই অঞ্চলে পরিকাঠামো উন্নয়নের কাজল চালিয়ে যাওয়া হবে বলেই জানানো হয়েছে৷
চারটি স্প্যানের এই বেইলি ব্রিজটি শাইয়ক এবং গালওয়ান নদীর সঙ্গমস্থলের তিন কিলোমিটার পূ্র্বে তৈরি করা হয়েছে৷ ১৪এ প্যাট্রলিং পয়েন্ট থেকে এই সেতুটি ২ কিলোমিটার দূরে অবস্থিত৷ এক সিনিয়র সেনা কর্তা জানিয়েছেন, '১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও আমরা এই সেতুটির নির্মাণকাজ বন্ধ করিনি৷'
advertisement
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনের চোখরাঙানিকে উপেক্ষা, লাদাখে সেতুর কাজ শেষ করল সেনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement