চিনকে উচিৎ শিক্ষা দিতে তৈরি হচ্ছে ভারত, প্যাংগং লেকের আশপাশের গ্রাম খালি করা শুরু...

Last Updated:

ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৯ জুন সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷

#লাদাখ: ২০ জন সেনা জওয়ানের হত্যার ঘটনা মনে রাখবে ভারতবাসী। শহিদ সেনাদের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়ে এমনই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ একই সুর শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর গলায়৷ এবার সম্ভবত তারই প্রস্তুতি শুরু করে দিল ভারত৷ লাদাখের সীমান্ত এলাকায় প্রস্তুতি চলছে জোরদার৷ চিনা সীমান্তে ভারতীয় গ্রামগুলি একে একে খালি করা হচ্ছে৷ প্যাংগং লেকের আশেপাশে বসবাসকারীদের মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে৷ এমনকী শোনা যাচ্ছে যে যোগাযোগের জন্য যে ল্যান্ডলাইন পরিষেবা ব্যবহার করে সেনা, তাও বিচ্ছিন্ন করা হয়েছে৷ শুধুমাত্র অপরেশনের জন্য যেই ফোন চালু রাখা প্রয়োজন, সেই গুলিই কাজ করছে৷ লেহ শহরে সেনা ছাড়া সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ করা হয়েছে৷ শ্রীনগর-লে হাইওয়ে বন্ধ হয়েছে সাধারণ নাগরিকদের জন্য৷
ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৯ জুন সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷ যেখানে চিন-ভারতের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং কীভাবে চিনকে উত্তর দেওয়া যায়, তারই মতামত চাওয়া হবে সব দলগুলি থেকে৷
ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই৷ যদিও তারপর দুই দেশের উচ্চপর্যায়ের সেনা আধিকারীকদের মধ্যে বৈঠক হয়৷ জানা যায় যে, উত্তেজনা প্রশমিত করতে সীমান্ত থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে দ'পক্ষই৷ চিন জানিয়ে দেয় যে ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যেতে চায় না তারা৷ পরবর্তীতে গালওয়ানে ২০জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় চিনের বক্তব্য ছিল যে, তাদের উস্কেছে ভারতই৷ সীমান্তে চিনের মাটিতে ঢুকে পড়েছিলে ভারতীয় সেনা, এমনই দাবি জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন এই ঘটনায়৷ তবে চিনের কতজন সেনা আহত বা নিহত হয়েছে তা নিয়ে মুখ খোলেনি চিন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনকে উচিৎ শিক্ষা দিতে তৈরি হচ্ছে ভারত, প্যাংগং লেকের আশপাশের গ্রাম খালি করা শুরু...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement