আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চায় দুই দেশ

Last Updated:

দ্বিপাক্ষিক চুক্তি এবং সম্পর্কের ওপর জোর দিতে চাইছে ভারত ও চিন৷ কোনও রকম অশান্তির রাস্তায় হাঁটতে চাইছেন না কোনও দেশই ৷

#নয়াদিল্লি: মাস খানেক ধরে ভারত-চিন সীমান্তে চলছিল তীব্র সমস্যা৷ দেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে চিনা সেনাবাহিনী, এমনই তথ্য উঠে আসছিল৷ এমনকি সীমান্তে বসবাসকারী ভারতীয়রা অভিযোগ করেছিলেন যে, যুদ্ধকালীন প্রস্তুতিরও আভাস পাচ্ছেন তারা৷ করোনা সংক্রমণের আবহে সীমান্ত সমস্যা আরও জটিলতা তৈরি করেছিল৷ সমস্যা মেটাতে দু’দেশের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ লাদাখ সীমান্তে চলা এই টানাপোড়েন মেটাতে দুই দেশই শান্তিপূর্ণ পথ বেছে নিতে বদ্ধপরিকর৷ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চাইছেন আধিকারিকরা৷
দ্বিপাক্ষিক চুক্তি এবং সম্পর্কের ওপর জোর দিতে চাইছে ভারত ও চিন৷ কোনও রকম অশান্তির রাস্তায় হাঁটতে চাইছেন না কোনও দেশই ৷ সেক্ষেত্রে দু দেশের সম্পর্কে সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ সেখানে কোনও রকম উত্তেজনা চাইছেন না কোনও পক্ষই৷
মান্ডোর বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট এই বৈঠকটি হয়৷ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ছুশুল সেক্টরে মুখোমুখি হয়েছিলেন দুই দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিরা৷ এই বছরই ভারত-চিনের কূটনীতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে৷ সেই সম্পর্ক আরও মজবুত করা পক্ষে এগোবে দুই দেশ৷ একসঙ্গে সামরিক ও কূটনৈতিক কাজে যোগ দিতে চায় দুই দেশ৷ তাই সীমান্ত সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছে ভারত ও চিন৷ বজায় রাখতে চাইছে শান্তি৷
advertisement
advertisement
প্যাংগং লেকের পাশ দিয়ে রাস্তা তৈরি করছে চিন৷ এছাড়াও দুর্বুক-শায়ক-দৌলত বেগ ওল্ডিকে যুক্ত করতে আরও একটি সকড়পথ তৈরি করছে চিন৷ যা থেকে দুদেশের মধ্যে শুরু হয় চাপানউতোর৷ ভারতীয় সেনা বাহিনীও কঠোর মনোভাব দেখায়৷
প্যাংগং সাও এবং গালওয়ান উপত্যকায় প্রায় ২৫হাজার সেনা মোতায়ন করে চিন৷ সীমান্তে যথেষ্ট আগ্রাসী মনোভাব দেখাতে থাকে তারা৷ ভারতীয় বাহিনীও যে যথেষ্ট শক্তিশালী, সেই বার্তাও দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চায় দুই দেশ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement