India-China Border Rift Live: উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, সর্বদল বৈঠক ডাকলেন মোদি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
India-China Border Rift Live:সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷
গালওয়ানে ভারত চিন সংঘর্ষের জেরে রাতারাতি বদলে দিয়েছে সমস্ত সমীকরণ। এই ইস্যুতে কৌশল নির্ধারণ করতে একাধিক বৈঠক করেছেন সামরিক কর্তারা। এবার পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের বাতাবরণ তৈরি হওয়ায় ১৯ জুন বিকেল পাঁচটায় সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সমস্ত দলের সভাপতিরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি হবে ভার্চুয়াল পদ্ধতিতে।
সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷ প্রাথমিকভাবে ১৫ তারিখ অর্থাৎ সোমবার রাতে হওয়া এই সংঘর্ষে ভারতীয় সেনার ১ কর্নেল সহ তিন জওয়ানের নিহত হওয়ার খবর আসে ৷ তখনই বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ৷ রাত গড়াতেই সেই আশঙ্কাই সত্যি হল ৷ সংবাদসংস্থা এএনআই ২০ জন ভারতীয় সেনা জওয়ানের নিহত বলে দাবি করে ৷
Location :
First Published :
June 17, 2020 7:33 AM IST