চিন ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর অফিস টুইটারে জানিয়েছে, 'ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে ১৯ জুন বিকেল ৫টায় সর্বদল বৈঠকের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী৷ ভার্চুয়াল বৈঠকে সব রাজনৈতিক দলকে যোগ দেওয়ার আবেদন করা হচ্ছে৷'
In order to discuss the situation in the India-China border areas, Prime Minister @narendramodi has called for an all-party meeting at 5 PM on 19th June. Presidents of various political parties would take part in this virtual meeting.
— PMO India (@PMOIndia) June 17, 2020
বীর জওয়ানদের আত্মত্যাগ দেশ কোনও দিনও ভুলবে না৷ দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছে৷ আমাদের বীর জওয়ানদের জন্য আমরা গর্বিত৷ টুইট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
The loss of soldiers in Galwan is deeply disturbing and painful. Our soldiers displayed exemplary courage and valour in the line of duty and sacrificed their lives in the highest traditions of the Indian Army.
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2020
'আমাদের মাতৃভূমি ও সার্বভৌমত্ব বিপদে৷ আমাদের সেনা জওয়ানরা শহিদ হচ্ছেন৷ আমাদের কি চুপ করে বসে থাকা উচিত? প্রধানমন্ত্রী আপনি এগিয়ে আসুন৷ চিনের মুখোমুখি হন৷ চুপ করে থাকবে না৷' টুইট করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷
हमारी धरती मां, हमारी संप्रभुता खतरे में है। हमारे जवान शहीद हो रहे हैं। क्या हम चुप बैठे रहेंगे?
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 17, 2020
भारत की जनता सच की हकदार है, उसे ऐसे नेतृत्व की दरकार है जो हमारी जमीन छिनने से पहले अपनी जान देने के लिए तैयार हो।
सामने आइए @narendramodi जी, चीन का सामना करने का वक्त आ गया है।
লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে ভারত ও চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ৷ আরও ৪ জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক৷ ভারত-চিন সীমান্ত সংঘর্ষ ও ২০ জন জওয়ান শহিদের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে লিখলেন, 'কেন প্রধানমন্ত্রী চুপ? কেন উনি লুকোতে চাইছেন?'
Why is the PM silent?
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
Why is he hiding?
Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?
16 বিহার রেজিমেন্টের শহিদ জওযান সন্তোষ বাবুর বাবা বললেন, প্রথমে আমরা বিশ্বাস করিনি৷ তারপর বিস্তারিত শুনলাম৷ আমাদের ছেলেটা আর নেই৷ অনেক কষ্ট করেছে জীবনে ও৷
At first,we didn't believe it but later higher authorities told us what had happened.We're under deep shock.Our son faced many challenges: Parents of Col Santosh Babu,Commanding Officer,16 Bihar regiment who lost his life in violent face-off with Chinese soldiers in Galwan valley pic.twitter.com/m0LggsLCPO
— ANI (@ANI) June 17, 2020
গালওয়ানে ভারত চিন সংঘর্ষের জেরে রাতারাতি বদলে দিয়েছে সমস্ত সমীকরণ। এই ইস্যুতে কৌশল নির্ধারণ করতে একাধিক বৈঠক করেছেন সামরিক কর্তারা। এবার পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের বাতাবরণ তৈরি হওয়ায় ১৯ জুন বিকেল পাঁচটায় সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সমস্ত দলের সভাপতিরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি হবে ভার্চুয়াল পদ্ধতিতে।
সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷ প্রাথমিকভাবে ১৫ তারিখ অর্থাৎ সোমবার রাতে হওয়া এই সংঘর্ষে ভারতীয় সেনার ১ কর্নেল সহ তিন জওয়ানের নিহত হওয়ার খবর আসে ৷ তখনই বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ৷ রাত গড়াতেই সেই আশঙ্কাই সত্যি হল ৷ সংবাদসংস্থা এএনআই ২০ জন ভারতীয় সেনা জওয়ানের নিহত বলে দাবি করে ৷