corona virus btn
corona virus btn
Loading

'ও বলেছিল জন্মদিনটা নতুন বাড়িতে কাটাবে,' ডুকরে কেঁদে উঠলেন শহিদ জওয়ানের বৃদ্ধ বাবা

'ও বলেছিল জন্মদিনটা নতুন বাড়িতে কাটাবে,' ডুকরে কেঁদে উঠলেন শহিদ জওয়ানের বৃদ্ধ বাবা
শহিদ জওয়ান পাঝানি

তামিলনাড়ুর রামনাথপুরমে কাডুক্কালিউরে পাঝানির বাড়ি৷ এ বছর জানুয়ারিতে শেষবার বাড়ি এসেছিলেন৷ তারপর থেকে আর ছুটি পাননি৷ প্ল্যান করেছিলেন জুনে ফিরবেন নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন৷

  • Share this:

#চেন্নাই: নতুন বাড়ির কাজ শেষ হয়ে গিয়েছিল৷ গত ৩ জুন গৃহপ্রবেশ হয়৷ ঠিক করেছিলেন, ডিউটি থেকে কয়েক দিনের ছুটি নিয়ে নতুন বাড়ি দেখে আসবেন৷ ৪০তম জন্মদিনটা নতুন বাড়িতেই পরিবারের সঙ্গে কাটাবেন৷ হল না৷ লাদাখ সীমান্তে ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হলেন তামিলনাড়ুর জওয়ান পাঝানি৷ একরাতেই সব শেষ৷

তামিলনাড়ুর রামনাথপুরমে কাডুক্কালিউরে পাঝানির বাড়ি৷ এ বছর জানুয়ারিতে শেষবার বাড়ি এসেছিলেন৷ তারপর থেকে আর ছুটি পাননি৷ প্ল্যান করেছিলেন জুনে ফিরবেন নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন৷ কিন্তু পরিবারকে ফোন করে জানিয়ে দেন, সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত৷ ছুটি বাতিল হয়েছে৷

ভারতীয় সেনায় তিনি হাভিলদার পদে ছিলেন৷ পূর্ব লাদাখে সীমান্তে কী পরিস্থিতি, তা সম্পর্কে পরিবারকে খুব কমই জানিয়েছিলেন৷ শুধু বলেছিলেন, একটু সমস্যা চলছে বর্ডারে৷ স্ত্রীর কথায়, 'ও শুধু বলেছিল, এখনই ফিরতে পারছি না৷ এখানে কিছু সমস্যা চলছে৷'

বাবা যখন শহিদ হয়ে গিয়েছেন, তখনও পাঝানির ১০ বছরের ছেলে ও ৮ বছরের মেয়ে উঠোনে খেলছে আপন মনে৷ তারা জানে না৷ পাঝানির ভাইও সেনাবাহিনীতেই রয়েছেন৷ তিনিই ফোন করে জানান পরিবারকে৷

পাঝানির ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন বৃদ্ধ মা-বাবা৷ বাবা পেশায় চাষি৷ বড় আশা ছিল, ছেলে অবসর নেওয়ার পরে গ্রামের নতুন বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকবেন৷ ১৮ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন পাঝানি৷ গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরে বাকি পড়াশোনা তিরুচেন্দুরে শেষ করেন৷ বৃদ্ধ বাবা সংবাদমাধ্যমকে বলেন, 'ও বিএ পাশ করেছিল৷ খুব বুদ্ধিমান ছেলে ছিল৷ ২১ বছরের বেশি সময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছে৷ নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে আসতে না পেরে খুব আক্ষেপ করছিল৷ বলেছিল, জন্মদিনটা নতুন বাড়িতেই কাটাবে...৷' কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ৷

Published by: Arindam Gupta
First published: June 17, 2020, 9:59 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर