পূর্ব পরিকল্পিত হামলা চিনের, দুই দেশের বিদেশমন্ত্রীর আলোচনায় জানাল ভারত

Last Updated:

আলোচনায় অবশ্য দু' তরফই আরও দায়িত্বশীল ভাবে সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷

#নয়াদিল্লি: লাদাখের সংঘর্ষের পর সীমান্তে উত্তেজনা প্রশমনে উদ্যোগী হলো ভারত এবং চিন দু' পক্ষই৷ এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ গালওয়ানে সংঘর্ষের জন্য চিনকে দায়ী করে ভারতের তরফে জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে৷ তবে দুই বিদেশমন্ত্রীর আলোচনায় সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে দুই দেশই ঐক্যমতে পৌঁছেছে বলে সংবাদসংস্থার খবর৷ গত ৬ জুন দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডার স্তরের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, দিল্লির মতোই বেজিংও তা মেনে চলতে রাজি হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি করেছে ভারতের বিদেশমন্ত্রক৷
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গালওয়ানের সংঘর্ষ নিয়ে চিনের বিদেশমন্ত্রীকে এ দিন কড়া বার্তা দিয়েছেন এস জয়শঙ্কর৷ চিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এই বেনজির ঘটনার গুরুতর প্রভাব পড়বে৷ পরিস্থিতির উন্নতির জন্য চিনকেই যে তাঁদের ভুল সংশোধন করে সঠিক পদক্ষেপ করতে হবে, ভারতের পক্ষ থেকে তা স্পষ্ট জানানো হয়েছে বলে বিদেশমন্ত্রকের দাবি৷
advertisement
বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী এ দিন এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীকে বলেন, 'গালওয়ানের ঘটনা চিনের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং তার জেরে যা যা হয়েছে, তার জন্যেও চিনই দায়ী৷'
advertisement
advertisement
advertisement
আলোচনায় অবশ্য দু' তরফই আরও দায়িত্বশীল ভাবে সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর৷ ৬ জুন দুই দেশের সেনা কর্তাদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উত্তেজনা কমাতে উভয় পক্ষই সচেষ্ট হবে বলে এ দিনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে৷ এই বৈঠকের পর সত্যিই লাদাখে উত্তেজনা কমে কি না, তা সময়ই বলবে৷ তবে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত শান্তির পক্ষে হলেও যে কোনও উস্কানির যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে৷
advertisement
advertisement
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দীর্ঘদিন চিনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন৷ ফলে চিনের কূটনৈতিক চালের সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহল৷ যা ভারতের পক্ষে বড় সুবিধা৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
পূর্ব পরিকল্পিত হামলা চিনের, দুই দেশের বিদেশমন্ত্রীর আলোচনায় জানাল ভারত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement