'চিনকে যোগ্য জবাব দিক ভারত', প্রতিক্রিয়া ইন্দো-চিন সংঘর্ষে শহিদ বীরভূমের বাঙালি জওয়ানের পরিবারের

Last Updated:

বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন । এরপর থেকে লাদাখেই কর্মরত ছিলেন তিনি ।

#বীরভূম: লাদাখে ইন্দো-চিন সংঘর্ষের জেরে বাঙালি জওয়ানের মৃত্যু হয়েছে।  মৃতের নাম রাজেশ ওরাং। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন । এরপর থেকে লাদাখেই কর্মরত ছিলেন তিনি । এ দিন সংঘর্ষে শহিদ হন । মৃতের পরিবারের দাবি,  চিনকে যোগ্য জবাব দিক ভারত ।
জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার বিকেলে রাজেশ ওরাং-য়ের মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয় । ২০১৫ সালে ভারতীয় সৈন্য বিভাগে কাজে যোগদান করেছিল রাজেশ । তারপর থেকে লাদাখে ভারত- চিন সীমান্তেই কর্তব্যরত ছিলেন ৷ গতকাল তার পরিবারের কাছে তার মৃত্যুর খবর এসে পৌঁছয় । দেশের জন্য প্রান দিয়েছে ছেলে , গর্বিত গোটা গ্রাম-সহ রাজেশের পরিবার ।
advertisement
এদিকে রাকেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । ট্যুইট করে তিনি রাজেশ ওরাং-র পরিবারের প্রতি গভীর শোকজ্ঞাপন করেছেন ।
advertisement
advertisement
বুধবার সকাল থেকেই রাজেশের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা । গ্রামের বাসিন্দারা বিশ্বাসই করতে পারছেন না রাজেশ আর নেই। সরস্বতী পুজোর সময় বাড়িতে ফিরেছিলেন । বিয়ের সম্বন্ধ দেখা চলছিল । রাজেশ এসে ফাইনাল করলেই সেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হত । কিন্তু গতকাল হঠাৎ করে আর্মি অফিস থেকে আসা ফোনে সব শেষ । রাজেশ শর্মা , মমতা ওরাং ও তাঁর বোন শকুক্তলা ওরাংয়ের প্রতিক্রিয়া , "দাদার-সহ অন্যান্য জওয়ানদের মৃত্যুর যোগ্য জবাব দিক ভারত ।"
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'চিনকে যোগ্য জবাব দিক ভারত', প্রতিক্রিয়া ইন্দো-চিন সংঘর্ষে শহিদ বীরভূমের বাঙালি জওয়ানের পরিবারের
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement