কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রথম পাঁচটি আবেদনই চিন থেকে, আগ্রায় অন্য ছবি

Last Updated:

ওই শিক্ষা প্রতিষ্ঠানে চিন, জাপান, মঙ্গোলিয়া, কোরিয়া, মরিশাসের মতো দেশ থেকে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া হিন্দি শিখতে আসেন৷

এই ঘটনা ঘটেছে আগ্রার কেন্দ্রীয় হিন্দি সংস্থানে৷ নতুন পড়ুয়াদের ভর্তি হওয়ার জন্য জুন মাসে অনলাইনে আবেদন জমা নিতে শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠান৷ অনলাইনে আবেদন জমা পড়া শুরু হতেই দেখা যায়, প্রথম যে পাঁচজন আবেদন করেছেন, তাঁদের প্রত্যেকেই চিনের নাগরিক৷ এই প্রতিষ্ঠানে প্রত্যেক বছর ১০০ জন বিদেশি পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পান৷ ইতিমধ্যেই মোট ৭০ জন বিদেশি পড়ুয়ার আবেদন জমা পড়েছে৷ তার মধ্যে প্রথম পাঁচটি আবেদনই এসেছে চিন থেকে৷
advertisement
ওই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের আধিকারিক চন্দ্রকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, প্রত্যেক বছরই সেখানে পাঁচ থেকে ছ' জন চিনা ছাত্র হিন্দি শিখতে ভর্তি হন৷ গত বছরও ছ' জন ছাত্র চিন থেকে এসেছিলেন৷ এ বছরও পাঁচ জন ছাত্র ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন৷ তবে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হবে কিনা তা নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও সিদ্ধান্ত না জানানোয় ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি৷
advertisement
advertisement
ওই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে যেভাবে ভারত এবং চিনের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পেয়েছে, তাতে ভারতীয় এবং চিনা নাগরিকদের দু' দেশেই যাতায়াত বেড়েছে৷ সেই কারণেই হিন্দি এবং চিনা ভাষার অনুবাদকদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে৷ সেই উদ্দেশ্যেই চিনা ছাত্ররা ভারতে হিন্দি শিখতে আসছে৷
জানা গিয়েছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে চিন, জাপান, মঙ্গোলিয়া, কোরিয়া, মরিশাসের মতো দেশ থেকে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া হিন্দি শিখতে আসেন৷ এর বাইরেও আরও ১০ থেকে ১৫টি এমন দেশ রয়েছে, যেখান থেকে দু'- একজন করে ছাত্র প্রত্যেক বছরই হিন্দি শেখার জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি হন৷ কিন্তু চিন, জাপানের মতো কয়েকটি দেশ থেকে প্রত্যেক বছরই ভাল সংখ্যায় পড়ুয়ারা এই প্রতিষ্ঠানে ভর্তি হন৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রথম পাঁচটি আবেদনই চিন থেকে, আগ্রায় অন্য ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement