হোম /খবর /ভারত-চিন /
রাষ্ট্রসংঘেও পাক-চিনের ভারত বিরোধী পদক্ষেপ, মোক্ষম চাল আমেরিকা ও জার্মানির

রাষ্ট্রসংঘেও পাক-চিনের ভারত বিরোধী পদক্ষেপ, মোক্ষম চাল আমেরিকা ও জার্মানির

নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রতীকী চিত্র.

নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রতীকী চিত্র.

সূত্রের খবর ওই প্রস্তাবে লাদেনকে'শহিদের' আখ্যা দেওয়া হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: ২৯ জুন পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ হামলার ঘটনায় একটি ভারতবিরোধী নিন্দাপ্রস্তাব রুখে দিল জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা নিয়ে পাকিস্তানের অভিযোগের আঙুল ছিল ভারতে দিকে। ভারতের যোগ রয়েছে করাচি হামলায়, এই অভিযোগের দিকে ঝুঁকেই খসড়া পেশ করেছিল চিন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই আপত্তি জানায় জার্মানি। আপত্তি আসে আমেরকিরা তরফ থেকেও। কূটনৈতিক মহলের মত, এই দুই দেশের সহযোগিতা ভারতের হাত শক্ত করবে। সূত্রের খবর ওই প্রস্তাবে লাদেনকে'শহিদের' আখ্যা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপু়্ঞ্জের নিরাপত্তা পরিষদের একটি অধিবেশনে মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার সকালে চিনের তরফে যে খসড়া পেশ করা হয়, তাতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঘটনার বিরোধিতা করেছিল সব পক্ষই। কিন্তু কূটনৈতিক মহলের মত, চিন ভারতের দিকেই আঙুল তোলে।

বলই বাহুল্য নিরাপত্তাপরিষদে এই প্রস্তাবটি পেশের নির্দিষ্ট সময়ের মধ্যে সব পক্ষ নীরবতা বজায় রাখলে প্রস্তাবটি গৃহীত হয়। কিন্তু জার্মানি এই প্রস্তাবে আপত্তি জানায় মঙ্গলবার বিকেলে। আপত্তি আসে আমেরিকার তরফেও।

উল্লেখ্য এফটিএ পাকিস্তানকে জঙ্গিমদতের প্রশ্নে এখনও ধূসর তালিকায় রেখেছে। জঙ্গিগোষ্ঠীকে আর্থিক মদত বন্ধ না করলে বড় সমস্যার মুখে পড়বে পাকিস্তান, এই মর্মে একাধিক বার্তা দিয়ে রেখেছে এফটিএ। বারবার সময় দেওয়া সত্ত্বেও সেই ধূসর তালিকা থেকে উঠে আসতে পারেনি পাকিস্তান।

Published by:Arka Deb
First published:

Tags: India China War, India-China face-off