কোনও ভারতীয় সেনাকে বন্দি করেনি, সংঘর্ষের দায় ভারতের উপরই চাপাল চিন

Last Updated:

লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ দিন বিকেলেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#বেজিং: ভারতের কোনও সেনাকে তাঁরা বন্দি করে রাখেনি৷ বিবৃতি দিয়ে এমনই দাবি করল চিন৷ গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই তরফের সেনা জওয়ানদের মৃত্যু হয়৷ এর পরই চিন ভারতের বেশ কিছু সেনাকে বন্দি রেখে পরে ছেড়ে দিয়েছিল বলে খবর ছড়িয়েছিল৷ যদিও সেরকম কিছু ঘটেনি বলেই দাবি চিনের৷
তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ নিয়ে এখনও আগের অবস্থানেই অনড় রয়েছে বেজিং৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'গালওয়ান উপত্যকার ঘটনায় কে ঠিক আর কে ভুল তা স্পষ্ট৷ ঘটনার জন্য পুরোপুরি ভারতই দায়ী৷ ভারত এবং চিন উত্তেজনা কমানোর লক্ষ্যে কথা চালাচ্ছে৷'
লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ দিন বিকেলেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে অংশ নেওয়ার কথা৷ এছাড়াও উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, নীতীশ কুমার, জগন মোহন রেড্ডি, এন চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার, অখিলেশ যাদবের মতো নেতাদের এই বৈঠকে অংশ নেওয়ার কথা৷
advertisement
advertisement
তবে চিন- ভারত সংঘর্ষ নিয়ে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে কথার লড়াই অব্যাহত রয়েছে৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটারে মন্তব্য করেন, নিরস্ত্র অবস্থায় শহিদ হওয়ার জন্য ভারতীয় জওয়ানদের লড়াইয়ের ময়দানে পাঠানো হয়েছিল৷ পাল্টা বিজেপি নেতা সম্বিত পাত্র জবাব দিয়ে রাহুল গান্ধিকে দেশের 'সবথেকে দায়িত্বজ্ঞানহীন রাজনীতিক হিসেবে' কটাক্ষ করেন৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
কোনও ভারতীয় সেনাকে বন্দি করেনি, সংঘর্ষের দায় ভারতের উপরই চাপাল চিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement