corona virus btn
corona virus btn
Loading

শহিদদের কফিন নিয়ে PM Cares-কে কটাক্ষ, দলের চিকিৎসককে সরাল চেন্নাই সুপার কিংস

শহিদদের কফিন নিয়ে PM Cares-কে কটাক্ষ, দলের চিকিৎসককে সরাল চেন্নাই সুপার কিংস
মধু থোট্টাপপিল্লিল৷

দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷

  • Share this:

#চেন্নাই: চিনে ২০ জন ভারতীয় সেনার হত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ৷ তার মধ্যেই এই ঘটনাকে জড়িয়ে পিএম কেয়ার্স ফান্ড- কে কটাক্ষ করে বিপাকে পড়লেন আইপিএল-এর চেন্নাই সুপার কিংস দলের চিকিৎসক মধু থোট্টাপপিল্লিল৷ তাঁর একটি ট্যুইটকে ব্যাপক সমালোচিত হয়৷ পরে সেই ট্যুইট তিনি সরিয়েও নেন৷ যদিও এই ট্যুইট করার অভিযোগে ওই চিকিৎসককে বহিষ্কার করেছে চেন্নাই সুপার কিংস৷

লাদাখ সীমান্তে ২০ জন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর আসার পর পরই ট্যুইটারে ওই চিকিৎসক লেখেন, 'যে কফিনগুলি ফিরবে সেগুলির গায়েও 'পিএম কেয়ার্স'-এর স্টিকার সাঁটা থাকবে কি না জানতে কৌতূহল হচ্ছে!'

স্বভাবতই ট্যুইটার ব্যবহারকারীরা এই ট্যুইট দেখে নিজেদের ক্ষোভ উগরে দেন৷ চাপে পড়ে সেই ট্যুইট ডিলিটও করে দেন মধু৷ কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে৷

দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷ ট্যুইট করে দলের তরফে জানানো হয়, মধু থোট্টাপপিল্লিলের ওই ব্যক্তিগত ট্যুইট সম্পর্কে অবগত ছিল না চেন্নাই টিম ম্যানেজমেন্ট৷ বিবৃতিতে আরও লেখা হয়, 'টিম ম্যানেজমেন্টের অজান্তে করা এই কুরুচিকর ট্যুইটটির জন্য আমরা দুঃখপ্রকাশ করছি৷ তাঁকে দলের চিকিৎসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷'

 
Published by: Debamoy Ghosh
First published: June 17, 2020, 8:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर