শহিদদের কফিন নিয়ে PM Cares-কে কটাক্ষ, দলের চিকিৎসককে সরাল চেন্নাই সুপার কিংস

Last Updated:

দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷

#চেন্নাই: চিনে ২০ জন ভারতীয় সেনার হত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ৷ তার মধ্যেই এই ঘটনাকে জড়িয়ে পিএম কেয়ার্স ফান্ড- কে কটাক্ষ করে বিপাকে পড়লেন আইপিএল-এর চেন্নাই সুপার কিংস দলের চিকিৎসক মধু থোট্টাপপিল্লিল৷ তাঁর একটি ট্যুইটকে ব্যাপক সমালোচিত হয়৷ পরে সেই ট্যুইট তিনি সরিয়েও নেন৷ যদিও এই ট্যুইট করার অভিযোগে ওই চিকিৎসককে বহিষ্কার করেছে চেন্নাই সুপার কিংস৷
লাদাখ সীমান্তে ২০ জন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর আসার পর পরই ট্যুইটারে ওই চিকিৎসক লেখেন, 'যে কফিনগুলি ফিরবে সেগুলির গায়েও 'পিএম কেয়ার্স'-এর স্টিকার সাঁটা থাকবে কি না জানতে কৌতূহল হচ্ছে!'
advertisement
advertisement
স্বভাবতই ট্যুইটার ব্যবহারকারীরা এই ট্যুইট দেখে নিজেদের ক্ষোভ উগরে দেন৷ চাপে পড়ে সেই ট্যুইট ডিলিটও করে দেন মধু৷ কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে৷
advertisement
দলীয় চিকিৎসকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয় চেন্নাই ম্যানেজমেন্টও৷ বুধবারই বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷ ট্যুইট করে দলের তরফে জানানো হয়, মধু থোট্টাপপিল্লিলের ওই ব্যক্তিগত ট্যুইট সম্পর্কে অবগত ছিল না চেন্নাই টিম ম্যানেজমেন্ট৷ বিবৃতিতে আরও লেখা হয়, 'টিম ম্যানেজমেন্টের অজান্তে করা এই কুরুচিকর ট্যুইটটির জন্য আমরা দুঃখপ্রকাশ করছি৷ তাঁকে দলের চিকিৎসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷'
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
শহিদদের কফিন নিয়ে PM Cares-কে কটাক্ষ, দলের চিকিৎসককে সরাল চেন্নাই সুপার কিংস
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement