India-China Border Violence| এ বার বদলা! খারাপ পরিস্থিতির জন্য তৈরি হও, তিন সেনা বাহিনীকে নির্দেশ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বুধবার তিন বাহিনীর প্রধান ও CDS জেনারেল বিপীন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
#নয়াদিল্লি: ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে চিন সেনা৷ ভারত এ বার প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে৷ প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র News18-কে জানাল, স্থল, বায়ু ও নৌসেনা-- তিন বাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিব্বত সীমান্তে আইটিবিপি-কেও সেনার নিয়ন্ত্রণে আনা হয়েছে৷
বুধবার তিন বাহিনীর প্রধান ও CDS জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সূত্রের খবর, লাদাখ সীমান্তে মোতায়েন করা কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে, উপর মহলের কোনও নির্দেশ নিয়ে ভাবতে হবে না৷ স্বাধীন ভাবে কড়া জবাব দিন৷
The loss of soldiers in Galwan is deeply disturbing and painful. Our soldiers displayed exemplary courage and valour in the line of duty and sacrificed their lives in the highest traditions of the Indian Army.
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2020
advertisement
advertisement
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে প্রতিক্রিয়ায় লিখলেন, 'বীর জওয়ানদের আত্মত্যাগ দেশ কোনও দিনও ভুলবে না৷ দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছে৷ আমাদের বীর জওয়ানদের জন্য আমরা গর্বিত৷'
সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷
advertisement
Location :
First Published :
June 17, 2020 1:25 PM IST