India-China Border Violence| এ বার বদলা! খারাপ পরিস্থিতির জন্য তৈরি হও, তিন সেনা বাহিনীকে নির্দেশ

Last Updated:

বুধবার তিন বাহিনীর প্রধান ও CDS জেনারেল বিপীন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

#নয়াদিল্লি: ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে চিন সেনা৷ ভারত এ বার প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে৷ প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র News18-কে জানাল, স্থল, বায়ু ও নৌসেনা-- তিন বাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিব্বত সীমান্তে আইটিবিপি-কেও সেনার নিয়ন্ত্রণে আনা হয়েছে৷
বুধবার তিন বাহিনীর প্রধান ও CDS জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সূত্রের খবর, লাদাখ সীমান্তে মোতায়েন করা কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে, উপর মহলের কোনও নির্দেশ নিয়ে ভাবতে হবে না৷ স্বাধীন ভাবে কড়া জবাব দিন৷
advertisement
advertisement
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে প্রতিক্রিয়ায় লিখলেন, 'বীর জওয়ানদের আত্মত্যাগ দেশ কোনও দিনও ভুলবে না৷ দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছে৷ আমাদের বীর জওয়ানদের জন্য আমরা গর্বিত৷'
সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India-China Border Violence| এ বার বদলা! খারাপ পরিস্থিতির জন্য তৈরি হও, তিন সেনা বাহিনীকে নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement