India China Faceoff| ‘ছেলে অমর হয়ে গেল,’ চিনের সঙ্গে সংঘাতে ছেলের মৃত্যুতে বললেন বাবা

Last Updated:

৯ তারিখ শেষবার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল, আর কোনওদিন কথা বলবে না ঘরের ছেলে

#সহরসা: চিনের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্তে হিংসা-র বলি হয়ে শহিদ হলেন বিহারের সহরসা-র সেনা জওয়ান ৷ সহরসা জেলার সত্তর কটেয়া প্রখন্ডের করন গ্রামের বাসিন্দা কুন্দন যাদব ৷ চিন সেনার হামলায় শহিদ হয়েছেন বিহারের গ্রামের কুন্দন ৷ তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
সূত্রের খবর অনুযায়ী, কুন্দন ৮ বছর আগে ২০১২ সালে সেনায় ভর্তি হয়েছিলেন ৷ তাঁর বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে ৷ এই মাসের ৯ তারিখে শেষবার বাড়ির সঙ্গে ফোনে কথা হয়েছিল ৷ ফেব্রুয়ারি মাসে তিনি নিজের বাড়িতে এসেছিলেন ছেলেদের উপনয়ন অনুষ্ঠান ছিল ৷ ছেলের মৃত্যুকে শহিদের মৃত্যু বলেছেন তাঁর বাবা ৷ কুন্দনের বাবা জানিয়েছেন, ‘আমার ছেলের কাজে আমি গর্বিত ৷ ’
advertisement
এদিকে বিহারের সমস্তিপুরের অমন কুমার সিংহ ও চিন সেনার হাতে মারা যান ৷ সুধীর কুমার সিংয়ের ছেলে অমন কুমার সিং বিহার রেজিমেন্টের সদস্য ছিলেন ৷ চিনের হামলায় তাঁর অকাল প্রয়াণ হয় ৷ তাঁর পরিবার ও গ্রামের মানুষ রাত সাড়ে ১০টায় খবর পান ৷ ভারত-চিন সীমান্ত থেকে ফোন করে অমনের পরিবারের কাছে এই দুঃসংবাদ আসে ৷ চিনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়েছে ৷ ৫ মে থেকে প্যানগং সীমান্ত এলাকায় ভারত -চিন সংঘাত শুরু হয় ৷ সেই সময় থেকে চিন সীমান্তে গতিবিধি বাড়িয়েছে ৷ ১৯৬২ -র পর প্রথমবার চিনের হামলায় ভারতীয় সেনা শহিদ হলেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India China Faceoff| ‘ছেলে অমর হয়ে গেল,’ চিনের সঙ্গে সংঘাতে ছেলের মৃত্যুতে বললেন বাবা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement