India China Faceoff| ‘ছেলে অমর হয়ে গেল,’ চিনের সঙ্গে সংঘাতে ছেলের মৃত্যুতে বললেন বাবা

Last Updated:

৯ তারিখ শেষবার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল, আর কোনওদিন কথা বলবে না ঘরের ছেলে

#সহরসা: চিনের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্তে হিংসা-র বলি হয়ে শহিদ হলেন বিহারের সহরসা-র সেনা জওয়ান ৷ সহরসা জেলার সত্তর কটেয়া প্রখন্ডের করন গ্রামের বাসিন্দা কুন্দন যাদব ৷ চিন সেনার হামলায় শহিদ হয়েছেন বিহারের গ্রামের কুন্দন ৷ তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
সূত্রের খবর অনুযায়ী, কুন্দন ৮ বছর আগে ২০১২ সালে সেনায় ভর্তি হয়েছিলেন ৷ তাঁর বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে ৷ এই মাসের ৯ তারিখে শেষবার বাড়ির সঙ্গে ফোনে কথা হয়েছিল ৷ ফেব্রুয়ারি মাসে তিনি নিজের বাড়িতে এসেছিলেন ছেলেদের উপনয়ন অনুষ্ঠান ছিল ৷ ছেলের মৃত্যুকে শহিদের মৃত্যু বলেছেন তাঁর বাবা ৷ কুন্দনের বাবা জানিয়েছেন, ‘আমার ছেলের কাজে আমি গর্বিত ৷ ’
advertisement
এদিকে বিহারের সমস্তিপুরের অমন কুমার সিংহ ও চিন সেনার হাতে মারা যান ৷ সুধীর কুমার সিংয়ের ছেলে অমন কুমার সিং বিহার রেজিমেন্টের সদস্য ছিলেন ৷ চিনের হামলায় তাঁর অকাল প্রয়াণ হয় ৷ তাঁর পরিবার ও গ্রামের মানুষ রাত সাড়ে ১০টায় খবর পান ৷ ভারত-চিন সীমান্ত থেকে ফোন করে অমনের পরিবারের কাছে এই দুঃসংবাদ আসে ৷ চিনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়েছে ৷ ৫ মে থেকে প্যানগং সীমান্ত এলাকায় ভারত -চিন সংঘাত শুরু হয় ৷ সেই সময় থেকে চিন সীমান্তে গতিবিধি বাড়িয়েছে ৷ ১৯৬২ -র পর প্রথমবার চিনের হামলায় ভারতীয় সেনা শহিদ হলেন৷
advertisement
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India China Faceoff| ‘ছেলে অমর হয়ে গেল,’ চিনের সঙ্গে সংঘাতে ছেলের মৃত্যুতে বললেন বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement