TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, দেখে নিন তালিকা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷ দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা৷
#নয়াদিল্লি: চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র৷ TikTok, Shareit-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'এই অ্যাপগুলি ভারতের ঐক্যতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষার পক্ষে ক্ষতিকর৷'
#Update | Government of India Bans 59 mobile apps which are prejudicial to sovereignty and integrity of India, defence of India, security of state and public order. Read the press release by @PIB_India for more details - https://t.co/LcIuXOnlfK
— Ministry of Electronics & IT (@GoI_MeitY) June 29, 2020
advertisement
advertisement
এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷ দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷
advertisement
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সম্প্রতি একাধিক অভিযোগ এসেছে৷ বহু অ্যান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীর ক্ষেত্রেও দেখা গিয়েছে, তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি যাচ্ছে৷ তাঁদের অজান্তেই সেই সব তথ্য দেশের বাইরে চলে যাচ্ছে৷ তাই এই অ্যাপগুলি অবিলম্বে নিষিদ্ধ করা হল৷
view commentsLocation :
First Published :
June 29, 2020 9:37 PM IST