এই মরশুমে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ১৭৩, গত এক মাসে ৭২
Last Updated:
হাজারো সচেতনতা, সতর্কতার পরেও ফের ডেঙ্গি আতঙ্ক। আবারও মৃত্যু। গত একমাসে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৭২ জন ৷ এই মরশুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মোট ১৭৩ জন ৷
#কলকাতা: হাজারো সচেতনতা, সতর্কতার পরেও ফের ডেঙ্গি আতঙ্ক। আবারও মৃত্যু। গত একমাসে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৭২ জন ৷ এই মরশুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মোট ১৭৩ জন ৷
প্রশাসন সচেতন করছে। কিন্তু, বিভিন্ন জেলাতেও ইতিমধ্যেই একাধিক জন আক্রান্ত হয়েছে ডেঙ্গিতে । গতবারের ডেঙ্গি আতঙ্ক আবারও ফিরে এসেছে । ডেঙ্গি মোকাবিলায় ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়। ডাক্তাররা দেখছেন। কিন্তু, বিভিন্ন এলাকায় এখনও বৃষ্টির জল জমে। যেখানে সেখানে আবর্জনার স্তূপ।
advertisement
advertisement
অজানা জ্বর নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । বেলা তিনটে পানিহাটি , উত্তর দমদম , অসকনগর , ভাটপাড়া , কামারহাটী পুরসভার চেয়ারম্যান দের ডাকা হয়েছিল বৈঠকে ।
Location :
First Published :
August 09, 2018 7:34 PM IST