বিকিনি পরে ভিডিও শ্যুট করলেন ইলিয়ানা, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ফের শোরগোল শুরু ৷ আর এবারও শোরগোলের মধ্যমণি ইলিয়ানা ডি’ক্রুজ ৷ আর এবারও সেই বিকিনি কাব্য৷

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফের শোরগোল শুরু ৷ আর এবারও শোরগোলের মধ্যমণি ইলিয়ানা ডি’ক্রুজ ৷ আর এবারও সেই বিকিনি কাব্য৷
গপ্পোটা হল, সম্প্রতি ফিজিতে ঘুরতে গিয়েছেন ইলিয়ানা ৷ আর ফিজিতে গিয়ে সৈকতে গিয়ে সান বাথ নিতে ব্যস্ত ইলিয়ানা ৷ সেই সান বাথের ভিডিও তুলে ইনস্টাগ্রামে শেয়ার করতেই হই চই পড়ে গেল সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা প্রায় একহাত নিতে শুরু করলেন ইলিয়ানাকে ৷ তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ইলিয়ানা ৷
advertisement
তবে ইলিয়ানার সঙ্গে এই ঘটনা প্রথনম নয়, এর আগেও সমুদ্র সৈকতে বিকিনি পরে ছবি শেয়ার করে ভাইরাল হয়েছেন ইলিয়ানা ৷ সে সময়, ইলিয়ানা জানিয়ে ছিলেন, ‘সমু্দ্র সৈকতে বিকিনি পরব না তো কি শাড়ি পরব ?’ তবে ইলিয়ানা স্পষ্ট জানিয়েছেন, গুঞ্জনকে এড়িয়ে চলাই ভালো ৷
advertisement

Sunshine + tan = a very happy me. Ahh Fiji

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিকিনি পরে ভিডিও শ্যুট করলেন ইলিয়ানা, শোরগোল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement