Howrah News: হেঁটে যাওয়ার অবস্থা নেই গাড়ি যাবে কী করে! পাঁচলা থেকে গঙ্গাধরপুরে জেরবার এলাকাবাসী
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পথ চলতে কালঘাম ছুটছে মানুষের! পিচ্ছিল রাস্তায় জল কাদায় পিছলে পরে হাত-পা ভাঙছে। পাঁচলা থেকে গঙ্গাধরপুর বেহাল রাস্তায় প্রয়োজনেও বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে মানুষ।
হাওড়া: পথ চলতে কালঘাম ছুটছে মানুষের! পিচ্ছিল রাস্তায় জল কাদায় পিছলে পরে হাত-পা ভাঙছে এতেই প্রয়োজনে বাড়ির বাইর হতে ভয় পাচ্ছে মানুষ। বর্ষা নামতে মানুষ ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি শুরু হতেই নতুন করে সমস্যা খাড়া হয়েছে মানুষের। এবার জেলার বিভিন্ন প্রান্তে বর্ষার শুরু থেকেই নাজেহাল জল জমা সমস্যায় একই সঙ্গে বেহাল রাস্তা। এই সমস্যা আবারও পাঁচলার দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ দুর্ভোগের শিকার। একই সঙ্গে গঙ্গাধরপুর জুজারসাহার গ্রাম পঞ্চায়েত সহ জেলার বিভিন্ন প্রান্তে সমস্যায় ভুক্তভুগী মানুষ।
এই সমস্যা আরও জটিল আকার নিয়েছ ঘর ঘর পানীয় জলের পাইপ লাইন বসানোর পর। গ্রামের প্রধান রাস্তা থেকে ওলি গলিতে রাস্তা বিপজ্জনক রূপ নিয়েছে। গত কয়েক মাসএই সমস্যায় জর্জরিত গ্রামের মানুষ। বেশ কিছু রাস্তা মানুষের পথ চলার অযোগ্য হয়ে পড়েছে। একাংশের মানুষের অভিযোগ চরম গাফিলতি জেরেই মানুষ দুর্ভোগের শিকার। দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলপুর স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া কংক্রিটের রাস্তা ভেঙে দারুন সমস্যায় স্থানীয় এবং পথ চলতি মানুষ। জল জমার সমস্যা কুলডাঙা বাজার এবং গঙ্গাধরপুর লাইব্রেরী থেকে কালিতলা পর্যন্ত রাস্তা বৃষ্টি নামলেই সমস্যায় পড়েন পথ চলতি মানুষ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মানুষের অভিযোগ দীর্ঘদিন এলাকায় নিকাশি সমস্যা ছিলই। এবার সমস্যা আরও জটিল হয়েছে।সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি পাইপ লাইন বসানোর কাজ সম্পূর্ণ হলেই এই সমস্যার দ্রুত সমাধান মিলবে। এদিকে দুর্ভোগ মুক্তির আশায় দিন গুনছে মানুষ।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 5:05 PM IST