Howrah News: ধুলোয় ঢাকছে গ্রাম! স্থানীয় সিমেন্ট কারখানা ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

ধুলোয় ঢাকছে গ্রাম, কয়েক বছর ধরে ধূলো গ্রাস করেছে গ্রামের পর গ্রাম, ধূলোর আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। গাছের সবুজ পাতা ধূসর বর্ণ ধারণ করেছে বাড়ির মেঝে, সুখাতে দেওয়া জামা কাপড় এমনকি রান্না খাবারে মিশছে ধূলো।

+
title=

#হাওড়া : ধুলোয় ঢাকছে গ্রাম, কয়েক বছর ধরে ধূলো গ্রাস করেছে গ্রামের পর গ্রাম, ধূলোর আতঙ্কে দিন কাটাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। গাছের সবুজ পাতা ধূসর বর্ণ ধারণ করেছে বাড়ির মেঝে, সুখাতে দেওয়া জামা কাপড় এমনকি রান্না খাবারে মিশছে ধূলো। ধূলোর আতঙ্কে হাওড়া সাঁকরাইল ব্লকের মহিষগোট চতুর্ভুজকাটি ও ভগবতীপুর তিন গ্রামের কয়েক হাজার পরিবার, ধুলোর সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছে মানুষ। গ্রামের মানুষের অভিযোগ ইদানিং ধুলোর ফলে যেমন চর্মরোগ দেখা দিয়েছে সেই সঙ্গে ঘরে ঘরে শ্বাসকষ্টের মতো সমস্যা।
সাঁকরাইল ব্লকের জলা ধুলাগড়ী এলাকায় বহু কল কারখানা গড়ে উঠেছে তার পাশাপাশি জাতীয় সড়ক তবে ধুলোর মূল উৎস সিমেন্ট ফ্যাক্টরি বলছেন গ্রামের মানুষ। ঘরের বা দুয়ারের মেঝে বাড়ির ছাদ প্রতিমুহূর্তে ধূলোর আস্তরণ। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে মিশে থাকা ধূলো শরীরের ভিতর প্রবেশ করছে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে গ্রামের -৮০ মানুষের। মানুষের অভিযোগ জলা ধুলোগরিতে গড়ে ওঠা সিমেন্ট ফ্যাক্টরির কারণেই এই গুলোর সমস্যা।
advertisement
advertisement
 
দূষণ রুখতে পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক বিভিন্ন দফতরে জানানো হয়েছে , তবে কয়েক বছর কেটে গেলেও কোন সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয় মানুষের। আরো চিন্তা বেড়েছে গ্রামের মানুষের, তাদের কথায় জানা যায়, যে কারখানা থেকে অতিরিক্ত মাত্রায় এলাকায় বাতাসে ধূলো ছড়াচ্ছে, সেই কারখানা উৎপাদন আগামী দিনে আরো বাড়াতে চলেছে। আগামী আরো ভয়ংকর হতে চলেছে বলেই মনে করছে ওই এলাকার মানুষ, সেই খবর শুনে গ্রামের মানুষের ঘুম উড়েছে।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ধুলোয় ঢাকছে গ্রাম! স্থানীয় সিমেন্ট কারখানা ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement