Netaji Subhas Chandra Bose Birth Anniversary: জীবনের ধ্রুবতারা দেশনায়কের মতোই পোশাক, এলাকায় 'নেতাজি' নামেই পরিচিত এই টোটোচালক

Last Updated:

Netaji Subhas Chandra Bose Birth Anniversary: এলাকাবাসী তাঁকে নেতাজী বলেই বেশি ভাল চেনেন! দেশ নায়ক নেতাজীর প্রতি শ্রদ্ধা, নেতাজীর চলার পথ, তাঁর আদর্শে বিশ্বাসী সে

+
এলাকাবাসী

এলাকাবাসী তাঁকে নেতাজী বলেই বেশি ভাল চেনেন

রাকেশ মাইতি, হাওড়া: এলাকাবাসী তাঁকে নেতাজি বলেই বেশি ভাল চেনেন! দেশনায়ক নেতাজির প্রতি শ্রদ্ধা, নেতাজির চলার পথ, তাঁর আদর্শে বিশ্বাসী টোটোচালক কালো মল্লিক। গত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডে শামিল।
প্রতিদিন প্রতিনিয়ত মনেপ্রাণে সেনানায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুকে আগলে রেখেছেন হৃদয় মাঝে। নেতাজীর প্রতি তাঁর আবেগ ভালবাসা সকলকে অবাক করিয়ে দেয়। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে, তাঁর পোশাকের অনুকরণে পোশাক পরে দিন কাটান ।
বাগনান স্টেশন রোড চত্বরে এক টোটোচালককে দেখা যায়। যিনি সর্বদা নেতাজির বেশে ঘুরে বেড়ান। তিনি নেতাজি বলেই বেশি পরিচিত স্থানীয় মানুষের কাছে। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু।
advertisement
advertisement
আরও পড়ুন :  চৌকিদারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের কাছে গোপন নির্দেশ, ঐতিহাসিক এই বাড়িতে ছড়িয়ে নেতাজির অজস্র স্মৃতি
দেশভূমি থেকে ব্রিটিশ সাম্রাজ্য উৎখাত করতে সুভাষ চন্দ্র বসুর যে ভূমিকা, তা মানুষের কাছে তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা কর্মকাণ্ড। সুভাষ চন্দ্রের জন্মদিন পালনে এক অনন্য ভাবনা দেখা যায় বাগনানে। পাশাপাশি সারা বছর বিশেষ দিনগুলি পালন।
advertisement
আরও পড়ুন : নেতাজির স্বপ্নপূরণই আরএসএস-এর লক্ষ্য়, কলকাতায় দাবি ভাগবতের! কটাক্ষ অধীর-ফিরহাদের
সব কিছুকে ঝাঁপিয়ে যায় দেশনায়কের জন্মদিন উৎযাপন। গত কয়েকদিন আগে থেকে শুরু হয় প্রস্তুতি। তার এই কর্মকাণ্ডে ভীষণভাবে আনন্দিত স্থানীয় মানুষ। তাঁর এই প্রচেষ্টাকে আরও সুন্দর গড়ে তুলতে। বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Netaji Subhas Chandra Bose Birth Anniversary: জীবনের ধ্রুবতারা দেশনায়কের মতোই পোশাক, এলাকায় 'নেতাজি' নামেই পরিচিত এই টোটোচালক
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement