হাওড়ার জগৎবল্লভপুরে মদ খেয়ে জলে নেমে তলিয়ে গেল যুবক! খুন না দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:

নিছক দুর্ঘটনা নাকি খুন? বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল এক যুবক। আর এই ঘটনাই ভাবাচ্ছে পুলিশকে। এই ঘটনা বন্ধুর হাতে খুন নয়ত? হাওড়া জগৎবল্লভপুরের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দেবাশিস মন্ডল নামে এক যুবকের। পরিবারের দাবি দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁকে। বন্ধুদের আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হাওড়া: নিছক দুর্ঘটনা নাকি খুন? বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল এক যুবক। আর এই ঘটনাই ভাবাচ্ছে পুলিশকে। এই ঘটনা বন্ধুর হাতে খুন নয়ত? হাওড়া জগৎবল্লভপুরের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দেবাশিস মন্ডল নামে এক যুবকের। পরিবারের দাবি দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁকে। বন্ধুদের আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আজ জগৎবল্লভপুরের কানা দামোদরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল ওই যুবক। স্নান করতে নেমেই ঘটে যায় অঘটন। পুলিশের দাবি প্রত্যেকেই মদ্যপান করেছিল। তবে খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার, হাওড়ার বেলুড়ে জলে ডুবে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। লিলুয়া থেকে খেলা শেষে বেলুড়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বেলুড়ে পুকুরে নেমে তলিয়ে যায় এক জন। তাঁকে উদ্ধার করতে জলে নেমে ডুবে যায় আরও এক বন্ধু। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রের খবর, লিলুয়া থেকে খেলা শেষে ফিরছিল ৩ বন্ধু। লিলুয়ার বাজার এলাকায় পুকুরে হাত-পা ধুতে নেমেছিল এক কিশোর। সাঁতার না জানায় সে তলিয়ে যায়। সাঁতার না জানলেও বন্ধুকে বাঁচাতে আরেক কিশোর জলে ঝাঁপ দেয়। সেও তলিয়ে যাওয়ায়, আরেক বন্ধুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। যদিও ১৩ বছরের দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত কিশোরদের একজনের বাড়ি বালিতে, আরেকজন বেলুড়ের বাসিন্দা।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
হাওড়ার জগৎবল্লভপুরে মদ খেয়ে জলে নেমে তলিয়ে গেল যুবক! খুন না দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement