Durga Puja 2022|| ঠাকুর থাকে সারা বছর, উলুবেড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর অন্য ইতিহাস
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2022: এখানে মা দুর্গা থাকেন সারা বছর! শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী নোনা ব্যানার্জি বাড়ির দুর্গা পুজো। নোনা ব্যানার্জি বাড়ির দুর্গা মূর্তি থাকে সারা বছর, এ বছর ১২৭ তম বর্ষ।
#হাওড়া: শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নোনা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। নোনা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গা মূর্তি থাকে সারা বছর, এ বছর ১২৭ তম বর্ষ। যে নিয়মবিধি মেনে ব্যানার্জি বাড়িতে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা সেই নিয়ম বিধি মেনেই পুজো হয়। উলুবেড়িয়ার মধ্যবর্তী গ্রাম নোনা, নোনা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের জ্যেষ্ঠ পুত্র যোগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়স তখন ১০ বা ১২ বছর। নিজে হাতে মাটির দুর্গা প্রতিমা গড়ে পুজোর সূচনা করেছিলেন। যদিও খেলার ছলে মাটির প্রতিমা তৈরি করা, বারণ করতেন তার মা, বলতেন ঠাকুর নিয়ে খেলা করতে নেই। কিন্তু পরবর্তী সময়ে তার হাতে তৈরি দেবী বাড়িতে পূজিত হন এবং এখন তা উলুবেড়িয়ার বুকে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন একটি পুজো।
জানা গিয়েছে, সে সময় বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যরা নিজেরা ঠাকুর গড়ে নিজেরাই পুজো করতেন যদিও এখন প্রতিমা গড়েন মৃৎশিল্পীরা, তবে পুজো করেন ব্যানার্জি পরিবারের সদস্যরা। বাড়ির জ্যেষ্ঠ পুত্র যোগীন্দ্রনাথ ব্যানার্জীর হাত ধরে তাদের পারিবারিক পুজোর সূচনা হয়, এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল দেবী দুর্গা থাকেন প্রায় সারা বছর। নতুন প্রতিমা গড়ার আগে পর্যন্ত থাকে পূর্বের প্রতিমা। প্রতিমা বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ রাম বিসর্জনের দিন।
advertisement
আরও পড়ুনঃ কলাবউ আসে পালকি চড়ে, ১৩০ বছরের পুজোতে ভিক্ষার চল অব্যাহত
পারিবারিক সূত্রে জানা যায়, যোগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন, পুজোর ছুটিতে ঘরে ফিরতে পারতেন না। তাই, বাড়ির ঠাকুরের মুখ দেখাতে, মূলত তার জন্যই দুর্গা প্রতিমা সারা বছর থাকতো বাড়িতে এবং নিত্য সেবাও দেওয়া হত। সে নিয়ম এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। পাশাপাশি নবমীর দিন বেগুন পোড়া, পটল পোড়া, পান্তা ভাত রেখে দেওয়া হয়। বিজয়া দশমীর দিন দেবী দুর্গা পান্তা এবং পোড়া খেয়ে কৈলাসে পাড়ি দেন প্রতিবছর। বিজয় দশমীর দিন নিয়ম মেনে দেবীর ঘট বিসর্জন হয় প্রতিমা থাকে সারা বছর। প্রতিবছরের নিয়ম মেনে ফল গুলি এবং কুমারী পূজো অনুষ্ঠিত হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে।
advertisement
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
September 07, 2022 6:48 PM IST