Kojagari Lakshmi Puja 2022|| বিজয়া মিটতেই জমে উঠেছে লক্ষ্মীপুজোর বাজার, ভাল বেচাকেনার আশায় ব্যবসায়ীরা  

Last Updated:

Kojagari Lakshmi Puja 2022: দেবী দুর্গা কৈলাসে পাড়ি দেওয়ার দিন কয়েক পরই রীতি মেনে পূর্ণিমাতে হয় লক্ষ্মীপুজো। বিজয়ার পর্ব মিটতে না মিটতেই লক্ষ্মীপুজো প্রস্তুতি জেলা জুড়ে।

+
title=

#হাওড়া: দেবী দুর্গা কৈলাসে পাড়ি দেওয়ার পরই রীতি মেনে পূর্ণিমাতে হয় লক্ষ্মীপুজো। বিজয়া দশমী বা বিজয়ার পর্ব মিটতে না মিটতেই লক্ষ্মীপুজো প্রস্তুতি জেলা জুড়ে। ইতিমধ্যেই পুরোদমে তোরজোর বাঙালির লক্ষ্মীপুজোর। গত দু'বছর করোনা অতিমারীর জেরে সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে লক্ষ্মী পুজোতেও বাধ সেধেছিল করোনা। দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয়, একাদশী থেকেই লক্ষ্মী পুজোর ব্যস্ততা শহরে।
হাওড়ার বেশকিছু গ্রামে দুর্গাপুজো মতোই জাঁকজমক পূর্ণ লক্ষ্মীপুজো হয়। আমতার খালনা, বাগনানে জোকা গ্রামে জাঁকজমক লক্ষ্মীপুজো আকর্ষণীয় পুজোমণ্ডপ সেজে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক হাজির হয়। বিভিন্ন থিমে সেজে ওঠে মণ্ডপ, চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মণ্ডপে মণ্ডপে। পাঁচলার গঙ্গাধরপুরেও লক্ষীপুজোর রেওয়াজ রয়েছে সেভাবে থিম পুজো চোখে না পড়লেও ক্লাবে ক্লাবে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুজো চলে বেশ কয়েকদিনের অনুষ্ঠান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল
দু'বছর করোনা আবহে সেভাবে মণ্ডপসজ্জা বা উৎসাহ চোখে পড়েনি এ বার দুর্গাপুজোর মতোই সর্বত্রই ছন্দে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্মীপুজো জেলা জুড়ে যেমন প্রস্তুতি তেমনি উলুবেড়িয়া শহরেও দেখা গেল লক্ষ্মীপুজোর পসরা। একদিকে যেমন লক্ষ্মী প্রতিমার সারি, দোকান মাটির সরঞ্জাম মনোহরি দ্রব্য পুজোর সরঞ্জাম-সহ বিভিন্ন দোকানে ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়েছে।
advertisement
ব্যবসায়ীদের কথায় জানা যায়, গত দু'বছর একেবারেই বাজার ছিল তলানিতে। তবে এ বছর সব মিলিয়ে শুরু থেকেই অর্থাৎ বিজয় দশমীর পরদিন থেকেই ছন্দে বেচাকেনা। এ বারে ভাল ব্যবসা হবে এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা, সেই আশাতেই পসরা সাজিয়ে বসেছেন বাজারে।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Kojagari Lakshmi Puja 2022|| বিজয়া মিটতেই জমে উঠেছে লক্ষ্মীপুজোর বাজার, ভাল বেচাকেনার আশায় ব্যবসায়ীরা  
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement