Howrah News: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য প্রাণী বাঘরোলের! উদ্বিগ্ন পশু প্রেমীরা

Last Updated:

ফের পথ দুর্ঘটনায় মৃত রাজ্য প্রাণী বাঘরোল। ঘটনাটি ঘটেছে শ্যামপুর ২ নং ব্লকের রামনগর এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী বাঘরোলের।

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য প্রাণী বাঘরোলের! উদ্বিগ্ন পশু প্রেমীরা
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য প্রাণী বাঘরোলের! উদ্বিগ্ন পশু প্রেমীরা
হাওড়া: ফের পথ দুর্ঘটনায় মৃত রাজ্য প্রাণী বাঘরোল। ঘটনাটি ঘটেছে শ্যামপুর ২ নং ব্লকের রামনগর এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী বাঘরোলের। রাস্তার উপরে পড়ে রক্তাত পূর্ন বয়স্ক বাঘরোলটি। রাস্তার উপর মানুষের জটলা চোখে পড়ে পরিবেশকর্মী অর্পণ দাসের। তাঁর বাড়ি দেওড়া থেকে সামান্য দূরের ঘটনা। লোকজনের জটলা দেখে বাইক থামিয়ে এগিয়ে যান। সেখানে দেখেন রাস্তার উপর পড়ে একটি বাঘরোলের রক্তাক্ত দেহ।
জানা যায়, সেখান থেকে বনদফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। চেষ্টা করেও কোনরকম সাড়া না মেলায়, পাঁচলা দেউলপুরের বাসিন্দা পরিবেশকর্মী শুভজিৎ মাইতির সঙ্গে যোগাযোগ করেন অর্পণ। অবশেষে শুভজিৎ মাইতির চেষ্টায় ফরেস্ট রেঞ্জারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। রাত ১০:৩০ নাগাদ বন কর্মীরা এসে বাঘরোলটিকে গড়চুমুক নিয়ে যান।
advertisement
advertisement
উল্লেখ্য শ্যামপুর ২ নং ব্লকের রামনগর, অযোধ্যা, বাসুদেবপুর, শশাটি এলাকায় প্রচুর পরিমাণে বাঘরোলের দেখা মেলে। রাস্তা সম্প্রসারণের পর গাড়ির গতি বেড়েছে। তার ফলে প্রচুর পরিমাণে বাঘরোল, শেয়াল, বন বেড়াল পথ দুর্ঘটনায় মারা যায়। বনদফতর ও বিডিওতে জানানোর পরেও বন্যপ্রাণ বাঁচানোর জন‍্য ভূমিকা নেয়নি বন বিভাগ বলে অভিযোগ পরিবেশ প্রেমীদের।
advertisement
শ্যামপুরের স্থানীয় পরিবেশকর্মী অর্পণ দাস বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন বণ্যপ্রাণ সংগঠনের মিলিত প্রচেষ্টায় প্রশাসনের কাছে পথ দুর্ঘটনার বিষয়টা তুলে ধরা হলেও ভ্রুক্ষেপ নেই বন দফতর ও প্রশাসনের। ধীরে ধীরে অবলুপ্তির খাতায় নাম তুলবে পশ্চিমবঙ্গের রাজ্যেপ্রাণী তকমা পাওয়া বাঘরোল সেটাই দুঃখের।’
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য প্রাণী বাঘরোলের! উদ্বিগ্ন পশু প্রেমীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement