Howrah News: জনপ্রিয় ছড়ার বই লেখক বিশ্বজিৎ মণ্ডল। দিন কাটছে অভাবে, অসহায় অবস্থায়!
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News: একের পর এক জনপ্রিয় ছড়া বই লেখা, তার লেখা ছড়ায় ছিল প্রাণ! সেই লেখক দিন কাটাচ্ছে অসহায় ভাবে! অভাবে কোনও মতে দিন কাটছে। জানুন
#হাওড়া: একের পর এক জনপ্রিয় ছড়ার বই লেখা, তাঁর লেখা ছড়ায় ছিল প্রাণ! সেই লেখক দিন কাটাচ্ছে অসহায় ভাবে, দিন কিবা রাত লেখালেখি তাঁর সঙ্গী। ছড়াকার বিশ্বজিৎ মণ্ডল।শৈশব স্কুল জীবন থেকে লেখা লিখি শুরু, লেখা যেন তাঁর নেশা। বহু অভাব অনটনেও ছড়া লেখা ছিল তাঁর সঙ্গী। বহু পাণ্ডুলিপি জমে রয়েছে তাঁর ঘরে। অভাব অনটনেও এক এক করে তার লেখা সাতটি বই ছাপানো হয়েছে। সারাদিন রাত এক করে চলতে লেখা, এভাবে এক একটি বই লিখতে কখনও এক বছর, দেড় বছর বা দু'বছর সময় পার হয়েছে।
শুধু লেখালেখি নয় তিনি কবিতা ও ছড়া স্কুলে গিয়ে পাঠ করাও শেখাতেন। তাতে সামান্য কিছু মাসিক পেতেন, তা দিয়ে তো আর বই ছাপানো যায় না। বই ছাপাতে পরিবার বা স্ত্রী সহযোগীতাই ভরসা। নিজের লেখা বই হাতে করে স্কুলের দরজায় দরজায় ঘুরে বিক্রি করেছেন। লকডাউন সময়ের আগে পর্যন্ত কিছু স্কুলে বই দিয়েছেন। তবে এখন একেবারেই বন্ধ। নাম মাত্র যে উপার্জনের পথ ছিল সেটাও বন্ধ হয়েছে লকডাউনে।
advertisement
advertisement
লেখক বিশ্বজিৎবাবুর উপার্জন বন্ধ হলেও লেখালেখি বন্ধ হয়নি, কখনও তার কলম থামেনি!বিশ্বজিৎ বাবুর স্ত্রী সব সময়ের তাঁকে সাহস দিয়েছেন বহু অভাব অনটনের মধেও বই ছাপাতে তাঁর হাতে টাকা তুলে দিয়েছেন। কখনো বা রেগে বসেছেন তবে বিশ্বজিৎ বাবুর লেখার নেশা থেকে তাঁকে সরাতে পারেনি। বিশ্বজিৎ বাবু লেখালিখি শৈশব থেকে শুরু করেছিলেন বর্তমানে চুয়ান্ন বছর বয়সে এসেও তিনি লিখে চলেছেন। এখন তিনি সরকারী সাহায্য প্রার্থী।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
First Published :
September 21, 2022 7:51 PM IST