Howrah News: কোটিপতি তো হয় অন্য লোক! লটারি বিক্রি করে দোকানদারের কী লাভ? জানুন

Last Updated:

Howrah News: কোটিপতি হন লটারি ক্রেতা! বিক্রেতার হাতে কী থাকে? নিজের টিকিট বিক্রি করছেন এদিকে কোটিপতি অন্য কেউ! কী ভাবেন বিক্রেতারা! জানলে অবাক হবেন!

+
লটারি

লটারি বিক্রেতার প্রার্থনা

#হাওড়া: ক্রেতা লাভবান হোক, তাতেই লক্ষ্মী লাভ! বলছেন বিক্রেতা যেভাবে বাজারদর বেড়ে চলেছে তাতে আয়ের থেকে ব্যয় যেন দ্বিগুণ, এ মন্তব্য মানুষের মুখে। তবে কোনভাবে যদি একটু আশার আলো দেখা যায় আশাতেই ভরসা করে টিকিট কাটা। কঠিন জীবন পার করে সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে ভাগ্য বা কপাল। প্রতিদিন গন্ডায় গন্ডায় লটারি কেটে ভাগ্য যাচাই করে চলেছেন মানুষ।
প্রায় সর্বত্রই দেখা মেলে, রাস্তার ধার বাস স্টপ জনবহুল বাজারে টিকিটের কাউন্টার। সেখানেই সকাল বা সন্ধায় কাজ সেরে বাড়ি ফেরার পথে টিকিট কাটছেন মানুষ, এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। ভাল নাম্বার বাছাই বা ভগবানকে স্মরণ করে প্রতিদিন টিকিট কাটা মানুষের, তবে যারা টিকিট বিক্রি করছেন তারা কি বলছেন, আমরা এক টিকিট বিক্রেতাকে প্রশ্ন করায় তিনি সাফ জানালেন বিক্রেতার বড় পুরস্কার লাগুক, সেই প্রার্থনাই ভগবানের কাছে করি। তাতেই আমাদের লক্ষ্মী লাভ।
advertisement
বহু মানুষই একবার ভাবেন তার কপাল যাচাই করতে একবার কেটে দেখি একটি লটারি। আর সেই লটারিতে যদি হয় পুরস্কার তাহলে তো আর কোথাই নেই। কিন্তু সেই লটারিও আজ মুখ ফিরিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। আর সেই লটারি নিয়েও এখন তোলপাড় রাজ্য রাজনীতি। কারণ এই লটারিতে এখন ভাগ্য শুধুমাত্র শাসক দলের নেতাদের। লটারি নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্যে উঠে আসছে নানা অভিযোগ। আর সেই লটারি নিয়েই আজ আমরা কথা বলেছিলাম গ্রামীণ হাওড়ার পাঁচলার এক লটারি বিক্রেতার সঙ্গে তিনি সাধারণ মানুষের ভাগ্য কি ভাবে নিধারণ হয় তা বললেন, তিনি বলেন ক্রেতাদের পুরস্কার লাগলেই তিনি খুশি। তাই তিনি আরো বলেন পুরস্কার লাগলেই তাদের ব্যবসাও ভাল হয়।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কোটিপতি তো হয় অন্য লোক! লটারি বিক্রি করে দোকানদারের কী লাভ? জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement