Howrah News | Job Scam: টাকা দিলেই চাকরি! দুই মহিলার মারেই উপযুক্ত শাস্তি প্রতারকের!
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News | Job Scam: চাকরি পাইয়ে দেবেন বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন চক্রবর্তী বাবু! লক্ষ লক্ষ টাকা চুরি! কিন্তু স্বপ্নেও ভাবেননি এমনটা হতে পারে! রাস্তায় ধরে বেধড়ক মার দুই মহিলার! নিজেকে বিডিও অফিসের কর্মী বলা চক্রবর্তী বাবুর কাণ্ড জানলে অবাক হবেন
#হাওড়া: চাকরি দেওয়ার নামে প্রতারণা। প্রতারককে হাতের সামনে পেয়ে বেধরক মার দুই মহিলার। হাওড়ার ডোমজুড়ে চাকরি দেওয়ার নাম করে প্রায় লক্ষ টাকা প্রতারণার ঘটনা সামনে এলো। বুধবার ডোমজুড় বিডিও অফিসের সামনে এক ব্যক্তিকে দুই মহিলা বেধড়ক মারধর করতে দেখা যায়। তা দেখে মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজেশ চক্রবর্তী ওই ব্যক্তি চাকরি দেওয়ার নামে প্রায় লক্ষ টাকার প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, তিনি নিজেকে ডোমজুড় বিডিও অফিসের একজন কর্মী হিসাবে পরিচয় দিয়ে প্রতারণার কাজ চালাতেন।
এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, কয়েক মাস যাবত এই প্রতারণার চক্র চালাচ্ছিলেন ওই ব্যক্তি, বিডিও অফিসের সামনেই তাকে ঘোরাফেরা করতে দেখা যেত বলে জানা যায়। কয়েক মাসে একাধিক ব্যক্তির থেকে টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। চাকরি দেওয়া নামে মানুষকে ভুল বুঝিয়ে টাকা তোলার অভিযোগ। কারো থেকে ১৫ হাজার ৩০ হাজার বা তারও বেশি টাকা নেওয়ার অভিযোগ।
advertisement

advertisement
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড় বিডিও অফিসের সামনে, হঠাৎই সিসিটিভির মাধ্যমে ডোমজুড় বিডিও তিনি দেখেন তার অফিসের সামনে এক ব্যক্তিকে দুই মহিলা মারধর করছেন। তাদের ডেকে পাঠান, অভিযুক্ত ওই ব্যক্তি সহ দুই মহিলাকে। জিজ্ঞাসাবাদে মহিলাদের কাছে জানতে পারা যায়, রাজেশ চক্রবর্তী নামে ওই ব্যক্তি বিভিন্ন ভাবে তাদের থেকে চাকরি দেওয়ার নামে হাজার হাজার টাকা নিয়েছেন। মহিলাদের কাছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিডিও অফিসের কর্মী বলে পরিচয়ও দিয়েছিলেন, তা নিজে মুখে স্বীকারও করেন বিডিও-র সামনে। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়, অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
August 03, 2022 8:29 PM IST