Howrah News: হাওড়ায় বাঘ! লাঠি নিয়ে তেড়ে গেল মানুষ! তারপর? জানুন

Last Updated:

Howrah News: হাওড়ায় বাঘ? কোথা থেকে এলো? সেই বাঘকে মারতে গিয়ে ঘটল ভয়াবহ কাণ্ড!

+
বাঘরোল

বাঘরোল বাঁচাতে সচেতনতা

#হাওড়া: বাঘ নেই তবু এলাকায় বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়ানোর ঘটনা মাঝে মধ্যেই, রাতের অন্ধকারে বাঘ দেখে লাঠি-সোঠা টর্চ নিয়ে গ্রামের মানুষ উত্তাল হওয়ার ঘটনা মাঝে মধ্যে সামনে আসে, এ ঘটনা হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে। আসলে হাওড়া জেলা জুড়ে বাঘের বসাবস নেই সে কথা আমরা কম বেশি প্রায় সকলে জানি। তবুও ভুল করেই বাঘ ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণ যায় নিরীহ প্রাণী বাঘরোলের, যে কিনা মানুষ দেখলে কাছেই ঘেঁসে না। জলাভূমি জঙ্গলে বসবাস করে মাছ ইঁদুর খেয়ে জীবন যাপন, মাঝে মধ্যে এরা খাবারের খোঁজে লোকালয়ে আসে তাতেই বাঁধে বিপত্তি।বাঘের মত আকার হলেও আকৃতিতে অনেকটা ছোট, তবে আকৃতি গত ভাবে বাঘের মত দেখার মিল থাকলেও আদতে এই প্রাণী বেড়াল জাতীয়, এদের প্রধান খাদ্য মাছ ও ইঁদুর। মানুষের সঙ্গে এদের খুব বেশি সাক্ষাৎ না হওয়ার ফলেই বেশি বিপদের মুখে পরে নিরীহ প্রাণী গুলি।
রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল ইংরাজিতে এদের ফিশিং ক্যাট বলা হয়। বিলুপ্ত প্রায় আমাদের রাজ্য প্রাণী এদের বাঁচাতে সরকারি বেসরকারি নানা ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চলছে নানা ভাবে সাধারণ মানুষে সচেতন করতে প্রচার। সাধারণ মানুষকে এ বিষয়ে অবগত করতে, রাজ্য প্রাণীকে মানুষের সামনে পরিচয় করতে সরকারি বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন ভিডিওগ্রাফির মাধ্যমে হাওড়ার সাঁকরাইল আন্দুলে সচেতন শিবির অনুষ্ঠিত হল সাঁকরাইল বিডিও ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতি হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির ব্যবস্থাপনায়, হাজির ছিলেন সাঁকরাইল বিডিও নাজিরুদ্দিন সরকার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য সদস্য গণ এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির সদস্যরা।
advertisement
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হাওড়ায় বাঘ! লাঠি নিয়ে তেড়ে গেল মানুষ! তারপর? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement