Howrah News: সারা সপ্তাহ কাজে ক্লান্ত, হালকা ঠাণ্ডা গায়ে মেখে উইকএন্ড ডেস্টিনেশন হোক দেউলটি

Last Updated:

কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১২টি বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নানা গল্পের খোঁজে শীতের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন দেউলটি৷

+
হাওড়ার

হাওড়ার প্রাণীত্রাস দেউলটি

#হাওড়া: রাজ্যে পাশাপাশি জেলার বিভিন্ন অংশে ইতিমধ্যে বইতে শুরু করেছে শীতের আমেজ। আর সেই শীতের আমেজ আসতেই ভিড় বাড়তে শুরু করেছে বিভিন্ন পর্যটন ক্ষেত্রে। ঠিক তেমনি প্রতি বছরের ন্যায় ভিড় জমতে শুরু করেছে গ্রামীণ হাওড়ার বাগনান-২ নম্বর ব্লকের সমতাবেড়িয়া গ্রামে। এই পর্যটন কেন্দ্র মূলত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ও তৎসংলগ্ন রূপনারায়ণ নদের তীরবর্তী প্রাকৃতিক মনোরম পরিবেশ পর্যটকদের মন আকর্ষণ করে।
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১২টি বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। বাড়ির উল্টো দিকেই সেই পুকুর যে পুকুরে সাহিত্যিকের দুটি মাছ ছিল কার্তিক ও গণেশ তাদের সোনার নথ পরিয়ে রাখতেন, নিয়মিত খাবার দিতেন যখন যাকে নাম ধরে ডাকতেন সে চলে আসতো কাছে। বাড়ির উঠানে ছিল প্রকাণ্ড পেয়ারা গাছ। তবে গণেশ কার্তিক বা সেই পেয়ারা গাছের আর দেখা মেলে না, তবে রয়ে গেছে তাদের ইতিহাস।
advertisement
advertisement
একদিকে সাহিত্যিকের বাড়ি অন্যদিকে মনোরম নদীর পার্শ্ববর্তী পরিবেশ উভয়ের টানে পর্যটকরা আসছেন। পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করতে স্থানীয় প্রশাসনও উদ্যোগী, একটু একটু করে সাজিয়ে তুলছে নদী সংলগ্ন স্পট। প্রশাসনের পক্ষ থেকে কয়েক বছরেই সৌন্দর্যায়ন বৃদ্ধি করার উদ্যোগী। এর পাশাপশি পর্যটকদের কপাল ভাল থাকলে এই রূপনারায়ণে দেখা যেতে পারে ডলফিনের। শরৎচন্দ্রের এই বাসভবনে আজও অক্ষত রয়েছে শরৎচন্দ্রের ব্যবহৃত জিনিস।
advertisement
আর এই পর্যটন কেন্দ্রে আপনি যদি এক দিনের জন্য আস্তে চান তা হলে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার দেউলটি স্টেশনে নেমে উত্তরে ১০ মিনিটের পথ। অথবা ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলটি বাস স্টপেজে টোটো ধরে সামতাবেড় গ্রাম। কাছাকাছি থাকার জন্য লজ রয়েছে৷
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সারা সপ্তাহ কাজে ক্লান্ত, হালকা ঠাণ্ডা গায়ে মেখে উইকএন্ড ডেস্টিনেশন হোক দেউলটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement