Howrah- অকাল বর্ষণে জল জমেছে জমিতে, মাথায় হাত হাওড়ার সবজি চাষীদের

Last Updated:

আর এই অকাল বর্ষণে শীতকালীন বেশ কিছু শাকসবজি ও ফুল চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা । একটানা বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে বহু ফুল ।

ছবি প্রতিকী
ছবি প্রতিকী
#হাওড়া- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে কমবেশি হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে। রাজ্যজুড়ে শীতের ব্যাটিং শুরুর ঠিক আগে, বৃষ্টির অকাল আগমনে মাথায় হাত চাষীদের। এমনিতেই দীর্ঘদিনব্যাপী লকডাউনের জেরে ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে দাম বেড়েছে সার ও কীটনাশকের। শীতের আগমনে যাওবা চাষীরা একটু লাভের আশা দেখছিলেন, তার মধ্যেই এসে পড়লো ঘূর্ণিঝড় জাওয়াদ।
আর এই অকাল বর্ষণে শীতকালীন বেশ কিছু শাকসবজি ও ফুল চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। একটানা বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে বহু ফুল। তাই মাথায় হাত হাওড়ার উলুবেড়িয়ার ফুল চাষীদের। অন্যদিকে, জমিতে একটানা বৃষ্টিপাতের জেরে জল জমে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই বহু চাষী মাঠে নেমে পড়েছেন ফসল তোলার জন্য। পালং শাক, ফুলকপি, বেগুন পূর্ণাঙ্গ সাইজে আসার আগেই পচনের ভয়ে জমি থেকে তুলে নিচ্ছেন হাওড়ার সবজি চাষীরা ।
advertisement
ফসল তুলতে তুলতে এইরকমই বাগনানের এক সবজি চাষী নরেন করাতি জানান , "এই অকাল বৃষ্টিতে জলের মধ্যে ফুলকপি ফেলে রাখলে তাতে দাগ পড়ে যায়। পরে বিক্রি করতে যাবার সময় সমস্যা হয়। অনেকেই কিনতে চান না। তাই আগে ভাগেই তুলে নিলাম। আরেকটু বড়ো হলে পিস প্রতি ছয় থেকে সাত টাকা করে পেতাম, অগত্যা ছোটো সাইজের কপিগুলো চার-পাঁচ টাকাতেই বিক্রি করতে হবে।" পাশাপাশি এই দুর্যোগের ফলে যে সমস্ত চাষী ঋণ নিয়ে চাষ করেছিলেন, তাদের ক্ষতির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলেও জানান তিনি ।
advertisement
advertisement
এই অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই একলাফে অনেকগুন দাম বেড়েছে কাঁচা অনাজের। সিম, টমেটো, পালংশাক, এমনকি ফলন নষ্টের ফলে, আলুরও দাম বেড়েছে অনেকটাই। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটলেও এই অকাল বর্ষণে বাজারের আগুনের আঁচ কাটানোই এখন প্রধান চ্যালেঞ্জ মধ্যবিত্ত বাঙালির, সেকথা বলাই যায়।
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah- অকাল বর্ষণে জল জমেছে জমিতে, মাথায় হাত হাওড়ার সবজি চাষীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement