Durga Puja Fashion: বাঙালিদের পুজোর সাজ মানে ধুতি-পাঞ্জাবি! হাওড়ায় জামদানি পাঞ্জাবির সম্ভার, দাম কত
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja Fashion: প্লেন এক রঙের সুতির পাঞ্জাবি ৩০০ টাকা। এরপর নানা ডিজাইনের উপর আলাদা দাম। সকলের নাগালের মধ্যে ৩০০ থেকে ২০০০ টাকা দামে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে পুজোর বাজারে।
হাওড়া: এবার পুজোর বাজার মাত করছে জামদানি পাঞ্জাবি। বাঙালিয়ানা পুজোর সাজ মানেই ধুতি পাঞ্জাবি! এই পাঞ্জাবি শুধু বাঙালির বিবাহ অনুষ্ঠান বা নববর্ষ নয়। পুজোর বাজারেও ব্যাপক চাহিদা থাকে। বর্তমানে পাঞ্জাবিতে আরও রসদ আনে নিত্যনতুন ডিজাইন। পাঞ্জাবির বাঙালিয়ানা সাজে ৮ থেকে ৮০ সকলেই মানানসই। পাঞ্জাবির সঙ্গে ধুতি বা চোস্তা কম্বিনেশন হার মানিয়ে দেয় যে কোনও বিলাসী পোশাককে। পুজোতে নারীর সৌন্দর্য শাড়ি এবং পুরুষদের ধুতি পাঞ্জাবি অথবা চোস্তা পাঞ্জাবির জুড়ি নেই। এর ফলে বছর বছর বাড়ছে পাঞ্জাবির চাহিদাও।
এবার পুজোয় পুরুষদের পছন্দের পাঞ্জাবি মানেই জামদানি। জামদানির এই পাঞ্জাবি রয়েছে বিভিন্ন কালার ও ডিজাইনে। তবে এর মধ্যে সবার উপর রয়েছে লাল সাদা জামদানির পাঞ্জাবি।
advertisement
এখানে প্লেন এক রঙের সুতির পাঞ্জাবি ৩০০ টাকা। এরপর নানা ডিজাইনের উপর আলাদা দাম। সকলের নাগালের মধ্যে ৩০০ থেকে ২০০০ টাকা দামে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে পুজোর বাজারে।
advertisement
প্রতিবছর পুজোর তিন থেকে চার মাস আগে দারুণ চাপ থাকে পাঞ্জাবি তৈরির কাজে। বেচাকেনা শুরু হয় দেড় মাস আগে থেকে। হাওড়ার সাঁকরাইল ব্লকের শুলাটি গ্রামে প্রায় ৪০ বছর ধরে তপন বাবু পাঞ্জাবি তৈরি করছেন। কলকাতার পাইকারি বাজারে যেমন এই পাঞ্জাবির চাহিদা রয়েছে। তেমনই খুচরো বেচাকেনা হয়।
advertisement
এ প্রসঙ্গে পাঞ্জাবি কারিগর তপন আদক জানান, প্রায় সমস্ত রকম পাঞ্জাবি তৈরি হয়। ৩০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি। ৪০ বছরের এই পাঞ্জাবি তৈরির কাজে যুক্ত থাকলেও, এই পাঁচ বছর দারুণ পাঞ্জাবির চাহিদা রয়েছে। পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বাড়ছে চাহিদা।নিত্যনতুন পোশাকের দেখে মানুষ ঢুকলেও পাঞ্জাবির প্রতি আলাদা কদর রয়েছে বাঙালির মনে। সেই দিক থেকে পাঞ্জাবিতেও নতুনত্ব খুঁজতে প্রতি বছর ভিড় জমে পাঞ্জাবির দোকানে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 6:55 PM IST