Howrah News: শীতের বিকালে গরম স্ন্যাক্স! খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন মাংসের সিঙ্গারা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আলু বা ফুলকপির সিঙারা তো খেয়েছেন। এবার খেয়ে নিন চিকেন সিঙ্গারা।
হাওড়া: আলু ফুলকপি ছেড়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন সিঙ্গারা। মাংসের সিঙ্গারা খাবার ইচ্ছে হলেও হয়তো হাতের কাছে না মিলতে পারে। সে দিক থেকে চিকেন সিঙ্গারা তৈরির রেসিপি জানা থাকলে, পরিবারের ছোট বড় সদস্যের আবদার মেটাতে ইচ্ছে মতো তৈরি করতে পারেন চিকেন সিঙ্গারা।
আলুর সিঙ্গারা সর্বত্র পাওয়া যায়। সেই দিক থেকে জিভে জল আনবে এই চিকেন সিঙ্গারা। শীতের মরশুমে গরম চিকেন সিঙ্গারার লোভ সামলাতে পারবে না ৮-৮০। প্রথমে খাস্তা সিঙ্গারার জন্য ভাল করে দিয়ে ময়দা মেখে নিন। খাস্তা সিঙ্গারা তৈরিতে লাগবে ২৫০ গ্রাম ময়দা, ২-৩ চামচ তেল, ১-২ চামচ ঘি, লবণ ও সামান্য চিনি। শুকনো ময়দার সঙ্গে এই উপকরণ ভাল করে মিশ্রণ করে নিন। জল দিয়ে ডো বানিয়ে লুচির থেকে একটু বড় গুচি কেটে নিতে হবে। এই একটি গুচি থেকে দুটি সিঙ্গারা তৈরি হবে। এরপর জিরে, ধনে, তেজপাতা , লবঙ্গ, এলাচ দারচিনি এবং জোয়ান হালকা আঁচে ভেজে গুড়িয়ে মশলা তৈরি করে নিতে হবে।
advertisement
সিঙ্গারার পুর তৈরিতে ১৫০ গ্রাম হার ছাড়া কুচো চিকেন, মাঝারি সাইজের দুটো আলু, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। দেওয়া যেতে পারে মটরশুঁটি ও বাদাম। পুর তৈরি হলে ধনেপাতা ও গুঁড়ো মশলা মিশিয়ে নামিয়ে নিন। এরপর লুচির মতো লম্বাটে করে বেলে পুর ভরে ছাঁকা তেলে ভেজে নিন। তৈরি চিকেন সিঙ্গারা। এবার গরম গরম সস্ দিয়ে সার্ভ করুন।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 5:08 PM IST