Howrah News: সমস্যার অবসান! উলুবেড়িয়ার নেপালি ঘাটে তৈরি হচ্ছে তিন কোটি টাকা ব্যয়ে জেটিঘাট
Last Updated:
নেপালি ঘাটে নেই কোন পাকা জেটি, সকাল থেকে রাত পর্যন্ত পরিষেবা চললেও, নেই পর্যাপ্ত আলো, ফলে নদী পথে চলাচল করতে গিয়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনা, অবশেষে যাত্রীদের দাবি মেনে পাকা জেটিঘাট তৈরি হতে চলেছে।
#হাওড়া: উলুবেড়িয়ার চেঙ্গাইল থেকে দক্ষিণ ২৪ পরগনার পূজালির মধ্যে যাত্রী নিয়ে জল পথে পারাপার চলে ভুটভুটি পরিসেবা চলে চেঙ্গাইলের নেপালি ঘাট দিয়ে। কিন্তু সেই নেপালি ঘাটে নেই কোন পাকা জেটি, সকাল থেকে রাত পর্যন্ত পরিষেবা চললেও, নেই পর্যাপ্ত আলো। ফলে নদী পথে চলাচল করতে গিয়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। অথচ ওই পথ দিয়ে চলাচল কারী যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের দীর্ঘদিন ধরে একটাই দাবি প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়ার চেঙ্গাইল নেপালী ঘাটে তৈরি হোক একটি পাকা কংক্রিটের জেটি।
অবশেষে প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত-১৪ নম্বর ওয়ার্ডের হুগলি নদীর তীরে চেঙ্গাইল নেপালি ঘাটে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন জেটি। ইতিমধ্যে স্থানীয় উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে জেটি নির্মাণের জন্য হুগলি নদী তীরবর্তী জায়গাও, জমি চিহ্নিত করণের পর মাপও হয়েছে, খুব দ্রুত কাজও চালু হবে নতুন জেটি তৈরির।
advertisement
আরও পড়ুন: ৫০০ থেকে ৩০০০! মৃতদেহ নিয়ে 'তুমুল' জুলুমবাজি! মর্গ কর্মীদের বিরুদ্ধে বিরাট অভিযোগ বর্ধমানে
যাত্রীরা জানায়, নদীর ওই পাড়ে পাকাপাকি ব্যবস্থা থাকলেও এপাড়ে কাদা পেরিয়ে নৌকায় উঠানামা করতে হয়, তার ওপর সন্ধের পর তো সেভাবে আলো থাকে না। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস তিনি বলেন, মানবিক রাজ্য সরকারের উদ্যোগে এই কাজে হাত দিয়েছে উলুবেড়িয়া পৌরসভা।
advertisement
advertisement
আরও পড়ুন: Murshidabad News|| মোটা বেতনের চাকরি ছেড়ে রাশিয়া থেকে মুর্শিদাবাদ, লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রুশ যুবতী
পাশাপাশি তিনি আরো বলেন, তিনি আশাবাদী আগামী ২০২৩ সালের মধ্যে এই নতুন জেটি চালু হবে। এবং তা খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের মধ্যে।
রাকেশ মাইতি
view commentsLocation :
First Published :
December 09, 2022 11:56 AM IST