Howrah News: ফুল চাষে আশার আলো, চাষের জমিতে ফুটছে গাঁদা, চেরি, দোপাটি
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
শিল্পের কোলে ফুটছে ফুল। রংবেরঙের ফুল চাষের জমিতে রসদ জোগাচ্ছে। শিল্প নগরী হাওড়া। ছোট বড় কল কারখানা শিল্পে সমৃদ্ধ হাওড়া।তাই হাওড়া শহরকে জার্মানের শেফিল্ড এর সঙ্গে তূলনা করা হয়। হাওড়ার এক প্রান্ত শিল্পে সমৃদ্ধ।
#হাওড়া : শিল্পের কোলে ফুটছে ফুল। রংবেরঙের ফুল চাষের জমিতে রসদ জোগাচ্ছে। শিল্প নগরী হাওড়া। ছোট বড় কল কারখানা শিল্পে সমৃদ্ধ হাওড়া।তাই হাওড়া শহরকে জার্মানের শেফিল্ড এর সঙ্গে তূলনা করা হয়। হাওড়ার এক প্রান্ত শিল্পে সমৃদ্ধ। তবে ঠিক তার উল্টো ছবি জেলার অন্য প্রান্তে। হাওড়া জেলায় দুই নদীতে ঘেরা কৃষি প্রধান এলাকা হল বাগনান। একদিকে দামোদর এবং অন্যদিকে রূপনারাযণ নদে ঘেরা রয়েছে বাগনান। এক সময় বাগনানের অধিকাংশ পরিবার কৃষি কার্যের সঙ্গে যুক্ত ছিল।
বর্তমানে জেলা জুড়ে চাষবাসে কিছুটা ভাটা পড়লেও হাওড়ার কৃষি প্রধান বাগনান রয়েছে আপন ছন্দে। এখনও বহু মানুষ চাষ আবাদের সঙ্গে যুক্ত এখানে। হাতে গোনা হলেও নতুন প্রজন্মের হাতে জমিতে ফুটছে ফুল ফলছে ফসল। বছর জুড়ে নানা ফসল ফলছে জমিতে। তার পাশাপাশি ইদানিং ফুলের চাষ শুরু করেছে কৃষকেরা। গাঁদা চেরি দোপাটি অপরাজিতা চন্দ্রমল্লিকা ডালিয়ার মত বিভিন্ন ফুলে শীত পড়লে মাঠ ভরে থাকে। সবজির পাশাপাশি ফুল চাষের দিকে ঝুঁকছে কৃষকেরা এখানে।
advertisement
রামচন্দ্রপুরের ফুল চাষী মাধব মণ্ডল জানায়, সবজি চাষের থেকে ফুল চাষে লাভের পরিমাণ একটু বেশি।ফুলের বাজারদর উঠানামা করে। বাজারে কোনও সময় দাম খুব কম হলে আবার দাম বাড়ার সম্ভাবনা থাকে ফুলের। কিন্তু ফসলের ক্ষেত্রে একবার দাম কমলে আর সে বছর বাড়ে না। সে জন্যই কম বেশি ফুল চাষ করেছে অনেকেই। ফুল চাষী গোরা মাইতি জানায়, সবজির পাশাপাশি অধিকাংশ চাষী ফুলের চাষ করছে এখানে তাদের চাষের আমদানির ঘাটতি মেটাতে।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 31, 2022 8:03 PM IST