Panchayat Election 2023: হঠাৎ ভোট ঘোষণায় হিমশিম খাচ্ছেন পতাকা তৈরির কারিগররা

Last Updated:

নির্বাচন কমিশন হঠাৎ ভোটের কথা ঘোষণা করায় যোগান সামাল দিতে হিমশিম খাচ্ছেন রাজু হালদাররা। দিনরাত খেটেও সামলে উঠতে পারছেন না কারিগররা।

+
title=

হাওড়া: ভোট এলেই রাস্তার ধারের রেলিং, গ্রামের আলপথ, গাছের ডাল, মোড়মাথা পতাকায় ছেয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বেশ কিছু ক্ষেত্রে নির্দল প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীক দেওয়া পতাকা টাঙিয়ে ভোট না হওয়া পর্যন্ত জোরদার প্রচার চালান। বিভিন্ন সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে নির্বাচনকে কেন্দ্র করে এই দেশে বিপুল ব্যবসায়িক লেনদেন হয়। তার একটা বড় অংশ এইসব পতাকা কিনতে খরচ করে রাজনৈতিক দল ও বিভিন্ন প্রার্থীরা। কিন্তু নির্বাচনের সময় এই যে বিপুল পরিমাণ পতাকা ব্যবহার হয় তা পাওয়া যায় কোথায়? কোথায় তৈরি হয় এগুলো?
রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারের হাতিয়ার পতাকার উৎস সন্ধানে আমরা পৌঁছে গেলাম হাওড়ার রাজু হালদারের কাছে। তিনি দীর্ঘদিন রাজনৈতিক দলের পতাকা উৎপাদন ও বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর থেকেই জানতে পারা গেল, এবার পঞ্চায়েত ভোট উপলক্ষে পতাকার চাহিদা ব্যাপক। এবং এখানে এসে আরেকটি মজার বিষয় দেখা গেল। পঞ্চায়েতের মনোনয়ন জমার পর্বে যা অবস্থা তাতে শাসক-বিরোধী কেউ কারোর নামে জল খাচ্ছে না বলতে গেলে! অথচ এখানে একই ছাদের তলায় তৃণমূলের পাশাপাশি তৈরি হচ্ছে সিপিএম ও বিজেপির পতাকা!
advertisement
advertisement
রাজু হালদারের পারিবারিক ব্যবসা‌ই হল বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তৈরি করা। কিন্তু কীভাবে হয় সেই কাজ? পতাকার সাইজ অনুযায়ী বড় থান কাপড় কাটিং করার পর সেলাই করা হয়। সবশেষে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক বা কিছু ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের মুখের ছবি প্রিন্ট করা হয়। পতাকার পাশাপাশি এখানে নির্বাচনী প্রচারে ব্যবহৃত দল ও প্রার্থীর নাম লেখা গেঞ্জি, টুপি‌ও তৈরি হয়।
advertisement
তবে জানা গেল অন্য সময় এখানে মূলত নানান মাপের জাতীয় পতাকা তৈরি হয়। কিন্তু ভোট এলে পুরো মনোযোগ চলে যায় রাজনৈতিক দলগুলির পতাকা তৈরির দিকে। তবে এবার নির্বাচন কমিশন হঠাৎ ভোটের কথা ঘোষণা করায় যোগান সামাল দিতে হিমশিম খাচ্ছেন রাজু হালদাররা। দিনরাত খেটেও সামলে উঠতে পারছেন না কারিগররা। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলের পতাকার ভালো চাহিদা আছে বলে তিনি জানান। এমনকি আইএসএফের দলীয় পতাকারও ভালো চাহিদা লক্ষ্য করা গিয়েছে। তবে স্বাভাবিকভাবেই তৃণমূলের পতাকার চাহিদা সবথেকে বেশি।
advertisement
এই কারখানাটি অবস্থিত হাওড়ার জগাছার উনসানিতে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক উত্তাপ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা রাজ্যবাসী ইতিমধ্যেই ভালোভাবে টের পেয়েছে। তবে লড়াই শুধু সেখানে থেমে নেই, রাজু হালদারদের কারখানাতেও চলছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এক লড়াই। তবে এখানে কোন‌ও মারামারি নেই। বরং এটা যত দ্রুত সম্ভব বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার লক্ষ্য পূরণের লড়াই বা দৌড়।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: হঠাৎ ভোট ঘোষণায় হিমশিম খাচ্ছেন পতাকা তৈরির কারিগররা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement