Howrah News: বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কি করল ছেলে? তাতে হতবাক সকলে!
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
সেবা'ই মানুষের পরম ধর্ম, সেই মন্ত্রকে শিরোধার্য মেনেই মানুষের সেবায় ব্রতী রেজাউল, এই সেবাকর্ম তার বাবা ও মা' এর প্রতি শ্রদ্ধা জানাতে। নিজ উদ্যোগে বিগত কয়েক বছর যাবত বিভিন্ন সেবা মূলক কর্ম যজ্ঞের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি।
#হাওড়া : সেবা'ই মানুষের পরম ধর্ম, সেই মন্ত্রকে শিরোধার্য মেনেই মানুষের সেবায় ব্রতী রেজাউল, এই সেবাকর্ম তার বাবা ও মা' এর প্রতি শ্রদ্ধা জানাতে। নিজ উদ্যোগে বিগত কয়েক বছর যাবত বিভিন্ন সেবা মূলক কর্ম যজ্ঞের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি। সাঁকরাইল পাঁচপাড়া অনুষ্টিত হল প্রায় হাজার ঊর্ধ্ব মানুষের চক্ষু পরীক্ষা শিবির, সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্যক্তিগত উদ্যোগে। এই চক্ষু পরীক্ষা শিবি হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন তার পাশাপাশি হুগলি ও বর্ধমান থেকেও বহু মানুষ আসেন। সারাবছর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে থাকা।
এ প্রসঙ্গে শেখ রেজাউল করিম জানান, কয়েক বছর আগে তিনি একটি স্বাস্থ্য শিবিরে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, সেখানে তিনি উপলব্ধি করেন বহু অসহায় মানুষ পরিষেবা নিচ্ছেন, সেখানে তার গ্রামের এলাকার বহু মানুষও রয়েছে। তা ভীষণ ভাবে মনে দাগ কাটে, পরবর্তি সময়ে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ নেন, প্রথম দিকে দুই থেকে তিনশ মানুষের সমাগম ছিল তবে এবার সেই উপস্থিতিটা প্রায় হাজার ছাড়িয়েছে।
advertisement
এবার কলকাতার একটি হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। এই স্বাস্থ্য শিবির ও নানা সামাজিক কাজে যুক্ত থাকেন রেজাউল বাবু আগামীদিনে আরোও মানুষের জন্য করতে ইচ্ছুক তিনি। ইতিমধ্যেই তিনি তার বাবা মা'য়ের নামে একটি সংগঠন তৈরি করেছেন, এ এন ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টের মধ্য দিয়েই বিভিন্ন সামাজিক কাজে করে থাকেন। তার এই কর্মকান্ডকে সকলেই সাধুবাদ জানায়।
advertisement
advertisement
Rakesh Maity
Location :
First Published :
December 23, 2022 2:15 PM IST